মেয়েদের ২০ থেকে ২৫ হাজার টাকায় বিয়ে করা যায়! বিজেপির নারীকল্যাণ মন্ত্রীর স্বামীর মন্তব্যে বিতর্ক চরমে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩.৩০: উত্তরাখণ্ডের BJP সরকারের মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রী রেখা আর্যের স্বামী গিরধারী লাল সাহুর একটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, বিহারের মেয়েদের ২০ থেকে ২৫ হাজার টাকায় বিয়ে করা যায় – এমন মন্তব্য করেন তিনি। ঘটনার জেরে কংগ্রেসের পাশাপাশি বিহার রাজ্য মহিলা কমিশনের তরফেও কড়া প্রতিক্রিয়া এসেছে।
আলমোড়ার এক অনুষ্ঠানে গিরিধারীকে বলতে শোনা যায়, “বয়স বেড়ে গেলে বিয়ে হবে না? যদি বিয়ে না হয় তাহলে আমরা বিহার থেকে মেয়ে নিয়ে আসব। কুড়ি-পঁচিশ হাজারে টাকা দিলেই মেয়ে পাওয়া যাবে। আমার সঙ্গে এসো, ঠিক বিয়ের ব্যবস্থা করে দেব।” সেই ভিডিও হু হু করে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
বিস্ফোরক মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই উত্তরাখণ্ড কংগ্রেসের সভাপতি গণেশ গোডিয়াল বলেন, “মন্ত্রীর স্বামীর এহেন বক্তব্য গোটা ভারতের কন্যাদের জন্য অপমানের। সে বিহার হোক, উত্তরাখণ্ড বা কেরল-এই মন্তব্য মহিলাদের সম্মানে আঘাত করে। মানবপাচার, বাল্যবিবাহ, মহিলাদের নির্যাতনকে সমর্থন করে এই চিন্তাধারা।” কংগ্রেসের মতে, নারীকল্যাণ মন্ত্রীর স্বামীর মুখে এমন কথা অত্যন্ত লজ্জাজনক। বিহারের মহিলা কমিশনও বিষয়টি নিয়ে মুখ খুলেছে। ইতিমধ্যেই গিরিধারীর বিরুদ্ধে নোটিস পাঠাতে চলেছে কমিশন। গোটা ঘটনায় বিজেপির ক্ষমাপ্রার্থনার দাবি তুলেছে কংগ্রেস।