বচ্চন পরিবারের উত্তরাধিকার কি প্রত্যাশা পূরণে সফল? ‘ইক্কিস’-এ অমিতাভের নাতি অগস্ত্যর পরীক্ষা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১৯: উগ্র দেশপ্রেমের ঢাকঢোল নয়, বরং মানবিক দৃষ্টিভঙ্গি আর সংযত আবেগে ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরেছে ছবি ইক্কিস। ১৯৭১ সালের যুদ্ধকে পটভূমি করে তৈরি এই ছবির মূল শক্তি তার গল্প বলার ভঙ্গি—যেখানে শত্রুতা নয়, যুদ্ধের মাঝেও মানবিকতা, দায়িত্ববোধ আর ব্যক্তিগত ত্যাগের কথাই সামনে আসে।
এই ছবির সবচেয়ে বড় আলোচনার বিষয় অবশ্যই বচ্চন পরিবারের উত্তরাধিকার অগস্ত্য নন্দা-র অভিনয়। কিংবদন্তি অমিতাভ বচ্চন-এর নাতি হিসেবে তাঁর কাঁধে প্রত্যাশার চাপ ছিল প্রবল। কিন্তু ডেবিউ ছবি হিসেবেই অগস্ত্য দেখিয়েছেন সংযত অভিনয়, চোখের ভাষা আর শরীরী অভিব্যক্তিতে চরিত্রকে ধারণ করার ক্ষমতা।
অতিনাটকীয় সংলাপ বা নায়কোচিত ভঙ্গির বদলে তাঁর অভিনয় অনেক বেশি বাস্তবধর্মী ও সংবেদনশীল।
পরিচালক শ্রীরাম রাঘবন এখানে যুদ্ধকে গৌরবের প্রদর্শনী না বানিয়ে এক তরুণ সেনা অফিসারের মানসিক দ্বন্দ্ব, ভয় আর কর্তব্যবোধকে গুরুত্ব দিয়েছেন। ফলে ‘ইক্কিস’ শুধু যুদ্ধের ছবি হয়ে ওঠেনি, বরং দুই দেশের সাধারণ মানুষের যন্ত্রণা আর যুদ্ধের নিষ্ঠুর বাস্তবতাকেও ছুঁয়ে গেছে।
সব মিলিয়ে বলা যায়, ‘ইক্কিস’ উগ্র দেশপ্রেমের পথে না হেঁটে যুদ্ধের মাঝেও মানবিকতার সেতু গড়ার চেষ্টা করেছে। আর সেই যাত্রাপথে অগস্ত্য নন্দা প্রমাণ করেছেন—তিনি শুধু নামের জোরে নন, নিজের অভিনয় ক্ষমতাতেই ভবিষ্যতে বলিউডে জায়গা করে নিতে প্রস্তুত।