ভেনেজ়ুয়েলায় মধ্যরাতে মার্কিন সামরিক অভিযান, মাদুরোকে সস্ত্রীক বন্দি ও দেশছাড়া করার দাবি ট্রাম্পের

January 3, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২১: ভেনেজ়ুয়েলাকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে বন্দি করে দেশছাড়া করা হয়েছে। ট্রাম্পের দাবি অনুযায়ী, শুক্রবার গভীর রাত থেকে ভেনেজ়ুয়েলায় সামরিক অভিযান শুরু করে আমেরিকা।

স্থানীয় সময় রাত ২টো নাগাদ ভেনেজ়ুয়েলার রাজধানী কারাকাসে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। শুধু রাজধানী নয়, মিরান্ডা ও আরাগুয়া প্রদেশ থেকেও হামলার খবর সামনে আসে। প্রথম দিকে এই বিস্ফোরণের নেপথ্যে কারা রয়েছে, তা স্পষ্ট ছিল না। তবে সামরিক অভিযানের সম্ভাবনার মধ্যেই সমাজমাধ্যমে একটি পোস্ট করেন ট্রাম্প।

সেই পোস্টে তিনি লেখেন, ভেনেজ়ুয়েলা ও তার প্রেসিডেন্টের বিরুদ্ধে সফলভাবে বড় মাপের অভিযান চালিয়েছে আমেরিকা। তাঁর দাবি, নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে দেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান ট্রাম্প। পাশাপাশি তিনি ঘোষণা করেন, শনিবার আমেরিকার স্থানীয় সময় সকাল ১১টায় ফ্লরিডার মার-আ-লাগোয় সাংবাদিক বৈঠক করবেন।

মার্কিন প্রশাসনের এক আধিকারিকের দাবি, স্পেশ্যাল ফোর্স এই অভিযান চালিয়েছে। যদিও মাদুরোর গ্রেপ্তার প্রসঙ্গে সরাসরি প্রতিক্রিয়া দেয়নি ভেনেজ়ুয়েলা সরকার। তবে তারা আমেরিকার সামরিক পদক্ষেপের তীব্র নিন্দা করেছে। ভেনেজ়ুয়েলার দাবি, দেশের খনিজ তেল ও প্রাকৃতিক সম্পদের উপর নজর রেখেই এই আগ্রাসন চালানো হয়েছে। তাদের বক্তব্য, বিদেশি চাপ সত্ত্বেও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen