বোনাসের দাবীতে আন্দোলনের হুমকি রেল কর্মীদের
গভীর আর্থিক সঙ্কট। আর মূলত সেই কারণেই পুজোর আগে প্রায় ১৩ লক্ষ কর্মীর জন্য উৎপাদন ভিত্তিক বোনাস ঘোষণা করতে ব্যর্থ রেলমন্ত্রক। এই ইস্যুতে এখনও পর্যন্ত কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। তারই প্রতিবাদে এবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে রেলের কর্মী সংগঠনগুলি। রবিবার ন্যাশনাল ফেডারেশন অব ইন্ডিয়ান রেলওয়েমেনের (এনএফআইআর) পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২০ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভ আন্দোলনে শামিল হচ্ছে রেলকর্মীদের সবক’টি সংগঠন। সংগঠনের পক্ষ থেকে রেল বোর্ডকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, আগামী বুধবারের মধ্যে বোনাসের বিজ্ঞপ্তি যদি জারি করা না হয়, তাহলে কর্মীরা আরও বড় আন্দোলনের পথে যাবে।
এনএফআইআরের পক্ষে এস এন মালিক বলেছেন, ‘প্রতিবার দুর্গাপুজোর আগেই বোনাস পেয়ে যান রেলকর্মীরা। কিন্তু ২০১৯-২০ অর্থবর্ষের বোনাসের বিজ্ঞপ্তিই এখনও জারি হয়নি। করোনা পরিস্থিতির মধ্যেও রেলকর্মীরা দিনরাত পরিশ্রম করে পরিষেবা সচল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে প্রায় ৩৫০ জন রেলকর্মীর মৃত্যু হয়েছে। এরপরেও এই অবিচার মেনে নেওয়া যায় না।’ রেলমন্ত্রকের খবর, করোনা পরিস্থিতিতে রেলের ভাঁড়ার কার্যত শূন্য। যাত্রী পরিবহণ থেকে আয় প্রায় নেই বললেই চলে। সারা দেশে রেগুলার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কিছু স্পেশাল ট্রেন চলছে মাত্র। তাই পুজোর আগে কর্মীদের বোনাস দিতে মেপে পা ফেলতে চাইছেন রেলমন্ত্রকের শীর্ষ আধিকারিকেরা।