ভোটের জন্য অমিত শাহ বাংলার সম্প্রীতি নষ্ট করতে চায়ঃ অভিষেক
তিনি আরও লেখেন, বাংলার সামাজিক সম্প্রীতি নষ্ট করতে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলে ভয় দেখাচ্ছে অমিত শাহ।

গত শনিবার একটি সংবাদমাধ্যমকে একান্ত সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। বাংলাকে অত্যন্ত জঘন্য ভাষায় আক্রমন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন পশ্চিমবঙ্গে নাকি প্রতি জেলায় বোম তৈরির কারখানা আছে। এখানেই না থেমে তিনি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির পক্ষেও সওয়াল করেন।
এরপরই জনৈক আরটিআই কর্মী সাকেত গোখলে টুইটে জানান, তিনি এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আরটিআই দাখিল করেছেন। তিনি জানতে চেয়েছেন অমিত শাহের দাবি সত্যি কিনা। সত্যি হলে জেলাওয়ারি তালিকা মন্ত্রকের কাছে আছে কিনা।
আজ এর বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইট করে বলেন, এটা খুবই অদ্ভুত বিষয় অমিত শাহের কাছে বাংলায় বোমের কারখানার তালিকা আছে কিন্তু পরিযায়ী শ্রমিকদের তালিকা চাইলে বিজেপি সরকারের কাছে নাকি কোনও তথ্য নেই।
তিনি আরও লেখেন, বাংলার সামাজিক সম্প্রীতি নষ্ট করতে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলে ভয় দেখাচ্ছে অমিত শাহ। এতো বড় সাহস কি করে হয় তার? এসব হচ্ছে বিধানসভা নির্বাচনের জন্য খুব নিম্নস্তরের প্রচার।