আদালতের রায় অনেক দেরিতে এল, মত মিজোরামের প্রাক্তন আডভোকেট জেনারেলের

আজ দৃষ্টিভঙ্গির সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, কোর্টের রায় মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই দেওয়া হয়েছে। রায়ে পশ্চিমবঙ্গের প্রশাসনের অনেক দাবিকেও মান্যতা দেওয়া হয়েছে বলে তিনি বলেন।

October 20, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

দুর্গাপুজো নিয়ে কলকাতা হাইকোর্টের রায় অনেক দেরিতে এল। এর ফলে সমস্যায় পড়বেন পুজো উদ্যোক্তারা। এমনটাই মত মিজোরামের প্রাক্তন এডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেবের।

আজ দৃষ্টিভঙ্গির সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, কোর্টের রায় মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই দেওয়া হয়েছে। রায়ে পশ্চিমবঙ্গের প্রশাসনের অনেক দাবিকেও মান্যতা দেওয়া হয়েছে বলে তিনি বলেন।

কিন্তু, ওনার আক্ষেপ এই রায় পুজোর দুদিন আগে নয় আসা উচিত ছিল অনেক আগে। তিনি বলেন, কোর্ট যা গাইডলাইন দিয়েছে, সেই বিধিগুলি ইতিমধ্যেই রাজ্যের তরফেও প্রস্তাব করা হয়েছিল। কলকাতা পুলিশও এই ব্যাপারে বিস্তারিত গাইডলাইন প্রকাশ করেছে।

শুনুন ওনার সাক্ষাৎকার:

উল্লেখ্য, দুর্গাপুজো নিয়ে কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ের সিদ্ধান্ত পুনরায় বিবেচনার জন্য আজ ফোরাম ফর দুর্গোত্সবের পক্ষ থেকে হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করা হয়। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের এজলাসে ফের শুনানি হবে আগমীকাল। উদ্যোক্তাদের তরফে মামলা লড়বেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার এই শুনানির দিকেই তাকিয়ে পুজো কমিটিগুলি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen