← বিনোদন বিভাগে ফিরে যান
দুর্গা পুজোয় শুনুন এই দশটা গান আর বুঁদ হয়ে যান পুজোর আমেজে
দুর্গা পুজো দোরগোড়ায়। উমা কৈলাশ থেকে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনাও হয়ে গেছেন। প্রতিক্ষার আর মাত্র কয়েক ঘন্টা। শুরু হতে চলেছে পৃথিবীর সবচেয়ে বড় উৎসব। সময় এসেছে উৎসবে মেতে ওঠার। দুর্গা পুজো শুধুই একটি ধর্মীয় উৎসব নয়। এই উৎসব আমাদের বাঙালি সংস্কৃতিকে দর্শায়।
সাহিত্যিক থেকে শিল্পী, এই বিশেষ সময়টিকে সবাই নিজের নিজের কাজ প্রদর্শনের সবচেয়ে ভালো সময় হিসেবে বেছে নিয়েছেন। পুজোর লেখা, পুজোর পত্রিকা, পুজোর গান এই উৎসবেরই অন্যতম অঙ্গ হয়ে উঠেছে। এ যেন এক আলাদাই সুখ। সোশ্যাল মিডিয়ার যুগেও সেই আমাজে কিন্তু একটুও ভাটা পড়েনি।
রইল ১০ টি গান যা দুর্গা পুজোর অনুভূতিকে ব্যক্ত করেঃ
আয়রে ছুটে আয়
দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী
গৌরী এলো
ঢাক বাজা কাঁসর বাজা
ও ঠাকুর
ঢাকের তালে
মাগো তুমি সার্বজনীন
বাজল তোমার আলোর বেনু
জাগো তুমি জাগো
ওগো আমার আগমনী আলো