যোগীরাজ্যে মহিলাকে খুন, মুণ্ডহীন দেহ ফেলে হল আবর্জনায়

মহিলার মুণ্ডের সন্ধান না-মেলায়, পুলিশ এখনও পরিচয় জেনে উঠতে পারেনি। কাটা মুণ্ড উদ্ধারে আশপাশে সর্বত্র খোঁজ চলছে।

October 27, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

যোগীরাজ্যে ফের এক ঘটনায় মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পরিত্যক্ত বস্তার ভিতর থেকে মিলল মহিলার মুণ্ডহীন দেহ। উত্তরপ্রদেশের মেরঠে একটি কবরস্থানের সামনে থেকে সোমবার পরিত্যক্ত ওই বস্তাটি পায় পুলিশ। আবর্জনার স্তূপে কে কারা ওই বস্তাটি ফেলে দিয়ে যায়। রাস্তার কুকুর বস্তাটি নিয়ে কাড়াকাড়ি করার সময় মহিলার ধড়মুণ্ড বিচ্ছিন্ন দেহটি বেরিয়ে পড়ে। রাস্তার লোকজনের নজরে পড়লে, পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। মহিলার মুণ্ডের সন্ধান না-মেলায়, পুলিশ এখনও পরিচয় জেনে উঠতে পারেনি। কাটা মুণ্ড উদ্ধারে আশপাশে সর্বত্র খোঁজ চলছে।

পুলিশের ধারণা, অন্য কোথাও খুন করে রাতের অন্ধকারে কেউ বা কারা মহিলার মৃতদেহটি বস্তায় ভরে ফেলে দিয়ে যায়। অভিযুক্তদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তবে, সোমবার রাত পর্যন্ত অপরাধীদের নাগাল পায়নি পুলিশ।

মেরঠের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অখিলেশ নারায়ণ সিং জানান, ফতেহউল্লাপুর মুসলিম কবরস্থানের পিছনে আবর্জনার স্তূপ থেকে মহিলার দেহটি পাওয়া যায়। এটি লিসারি গেট থানার অন্তর্গত। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, পরিচিত কারও হাতে খুন হয়েছেন ওই মহিলা। মৃতের পরিচয় গোপন রাখতেই তার শিরশ্ছেদ করে, মাথা অন্যত্র ফেলা হয়েছে। পথকুকুররা কাড়াকাড়ি করার সময় মৃতদেহ বস্তা থেকে বাইরে বেরিয়ে আসে।

পুলিশের অনুমান, মহিলার বয়স তিরিশের আশপাশে হবে। পুলিশের এক কর্তা জানান, তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, হরিয়ানার ফরিদাবাদ জেলায় বল্লভগঢ়ের কলেজের বাইরে অজ্ঞাতপরিচয় এক বন্দুকবাজের গুলিতে মারা গিয়েছেন কলেজছাত্রী। বছর একুশের ওই ছাত্রীর সোমবার পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে কলেজ চত্বরের বাইরে পা রাখা মাত্রা কে বা কারা তাঁকে গুলি করে পালিয়ে যায়।

এসিপি বল্লভগঢ় জয়বীর সিং রাঠি জানান, অভিযুক্তরা গাড়ি নিয়ে কলেজের বাইরে অপেক্ষা করেছিল। ওই ছাত্রী কলেজ গেটের বাইরে পা রাখলে, তাঁকে অপহরণের চেষ্টা করা হয়। ছাত্রী বাধা দিলে, তাকে গুলি করে পালিয়ে যায় অভিযুক্তরা। হাসপাতালে নিয়ে গেলে গুলিবিদ্ধ ছাত্রীকে মৃত ঘোষণা করা হয়। পুলিশের ধারণা, এই ঘটনার সঙ্গে কমপক্ষে ২ জন জড়িয়ে রয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশের আরও অনুমান, দুই অভিযুক্তের একজনকে ওই ছাত্রী চিনতেন। রাঠি জানান, সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen