আজ থেকে চালু কলকাতা মেট্রো

তবে অবশ্যই তাঁদের স্মাট কার্ড গ্রাহক হতে হবে। তবে সাধারণ নাগরিকদের জন্য ই-পাস আবশ্যক বলে মেট্রোর তরফে জানানো হয়েছে।

October 27, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজ মঙ্গলবার থেকে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে কলকাতার লাইফ লাইন মেট্রো। হাইকোর্টের নির্দেশে ভিড় এড়াতে পুজোর চারদিন নিয়ন্ত্রিত পরিষেবা দিয়েছে মেট্রো। এই ক’দিন সারাদিনে কবি সুভাষ থেকে নোয়াপাড়া পর্যন্ত মাত্র ৬৮টি মেট্রো চলেছে। মঙ্গলবার থেকে ট্রেনের সংখ্যা বেড়ে হচ্ছে ১৫২টি। এদিন উত্তর ও দক্ষিণ দুই প্রান্ত থেকে সকাল আটটায় প্রথম মেট্রো পরিষেবা চালু হবে। দমদম এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ন’টায়। তবে নোয়াপাড়া থেকে শেষ মেট্রোর সময়সীমা হবে রাত আটটা ৫৫ মিনিট। করোনা আবহে পুজো কাটিয়ে ফের কেজো মুডে ফিরতে চলেছে তিলোত্তমা। সেই সূত্রেই কলকাতার গর্ব মেট্রো যাত্রীদের সঙ্গত সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এদিন থেকেই দুটি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান কমছে। দিনের ব্যস্ত সময়ে মাত্র আট মিনিট অন্তর মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, প্রবীণ নাগরিকদের জন্য ই-পাসের কড়াকড়ি তুলে দেওয়া হয়েছে। এখন থেকে ষাটোর্ধ্ব মানুষরা নিজেদের সচিত্র পরিচয় পত্র নিয়ে মেট্রোয় চলাচল করতে পারবেন। তবে অবশ্যই তাঁদের স্মাট কার্ড গ্রাহক হতে হবে। তবে সাধারণ নাগরিকদের জন্য ই-পাস আবশ্যক বলে মেট্রোর তরফে জানানো হয়েছে।

এদিকে, করোনা সংক্রমণ রুখতে উচ্চ আদালতের রায়কে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন। সপ্তমী থেকে দশমী মেট্রোর যাত্রী সংখ্যা অন্তত এমনটাই ইঙ্গিত দিচ্ছে। রেল সূত্রের খবর, পুজোর চারদিন উত্তর-দক্ষিণ মেট্রো করিডরে যাত্রী হয়েছিল যথাক্রমে – ৩৪,৪০৯, ৩১,০১১, ২৭,০৩২ এবং ২৩,৭৯৪ জন। যেখানে অন্যান্য সময় সাধারণ দিনে প্রায় সাত লাখ যাত্রী চলাচল করে। পুজোর সময় তা বেড়ে প্রায় আট থেকে সাড়ে আট লাখ হয়। সবমিলিয়ে আদালতের দেখানো পথে হেঁটে সচেতন শহরবাসী করোনাসুর বধে প্রশাসনকে যোগ্য সঙ্গত করল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen