বিনোদন বিভাগে ফিরে যান

গভীর সংকটে সৌমিত্র, করা হতে পারে ডায়ালিসিস

October 27, 2020 | < 1 min read

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি একইরকম। চিকিৎসকদের মতে, তিনি এখনও গভীর সংকটে রয়েছেন। মঙ্গলবার দুপুরে মন্দের ভালো বলে উল্লেখ করা হয়েছে অভিনেতার পরিস্থিতি। হাসপাতাল সূত্রে খবর, কিডনি ছাড়া বাদবাকি আর কোনও কিছুর তেমন অবনতি হয়নি। কিডনির পরিস্থিতির কারণেই ডায়ালিসিসের কথা ভাবছে মেডিক্যাল বোর্ড। প্রয়োজনে মঙ্গলবারই করা হতে পারে ডায়ালিসিস। আপাতত তাঁকে স্থিতিশীল বলা গেলেও এখনও তিনি একই রকম গভীর সংকটে রয়েছেন।

৮৫ বছরের সৌমিত্র চট্টোপাধ্যায়কে আপাতত ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। সোমবার দুপুরের পর থেকে কিডনির পরিস্থিতিও খারাপ হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। মূত্রের পরিমাণও স্বাভাবিক হচ্ছে না। তাঁর শরীরে ইউরিয়ার পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি রয়েছে বলে জানিয়েছেন। তবে তাঁর প্লেটলেট কমে যাওয়ার হার কিছুটা নিয়ন্ত্রিত হয়েছে বলে জানিয়েছেন ডাক্তাররা।

সোমবারই তাঁরে ইনটিউবেট করা হয়েছিল। তাঁর শরীরের শ্বাসের ঘাটতি থাকায় এদিন দুপুর ৩টেয় ইনটিউবেট করা হয় তাঁকে। নতুন করে তাঁর শরীরে নিউমোনিয়ার উপসর্গ দেখা দিয়েছে। প্লেটলেট কাউন্টও খুবই কমে গিয়েছে। করোনামুক্ত হলেও বার্ধক্য ও শরীরের কো-মর্বিডিটির কারণে শারীরিক উন্নতি বাধাপ্রাপ্ত হচ্ছে বলে দাবি চিকিৎসকদের। তাঁর শারীরিক পরিস্থিতি বুঝেই ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। এ নিয়ে পরিবারের সঙ্গেও পরামর্শ করেছে মেডিক্যাল বোর্ড।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসাক পরবর্তী পদক্ষেপ নিয়ে মঙ্গলবার পরিবারের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে মেডিক্যাল বোর্ডের। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে তাঁর শরীরে সোডিয়াম, পটাশিয়ামের তারতম্য ঘটেছে। রক্তে অণুচক্রিকা কমছে, ইউরিয়াও বাড়ছে। তাঁর শরীরে ‘সেকেন্ডারি ইনফেকশন’-এর আভাস মিলেছে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Health, #Soumitra Chatterjee

আরো দেখুন