দেশ বিভাগে ফিরে যান

অশান্ত মুঙ্গের, বিসর্জনে গুলির পাল্টা তাণ্ডব ক্ষুব্ধ জনতার

October 29, 2020 | < 1 min read

দুর্গা পুজোর বিসর্জনে পুলিশের লাঠিচার্জ ও গুলিচালনার ঘটনাকে কেন্দ্র করে ফের অশান্ত মুঙ্গের৷ পুলিশের গুলিতে এক নিরীহ যুবকের মৃত্যুর প্রতিবাদে এ দিন মুঙ্গেরের পুলিশ সুপারের অফিস এবং এসডিও-র বাসভবনে ভাঙচুর চালায় ক্ষুব্ধ জনতা পুলিশের বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ থানা লক্ষ্য করে ছোড়া হয় ইট৷ যার ফলে ভোটের মধ্যেই তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়৷

ইতিমধ্যেই এই ঘটনায় সক্রিয় হয়েছে নির্বাচন কমিশন৷ মুঙ্গেরের এসপি এবং ডিএম-কে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ পাশাপাশি বিসর্জনের রাতের ঘটনা নিয়ে তদন্তের নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন৷

স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল, বিসর্জনের রাতে পুলিশের গুলি চালানো ও লাঠি চার্জের ঘটনায় অভিযুক্তদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করতে হবে৷ তা না হওয়াতেই ক্ষিপ্ত জনতা৷ এ দিন এসপি অফিসে ভাঙচুর, গাড়িতে অগ্নিকাণ্ডের পর মুঙ্গেরের পরিস্থিতি রীতিমতো থমথমে হয়ে রয়েছে৷ দুর্গা পুজোর বিসর্জনে পুলিশের গুলি চালানোর ঘটনায় একজনের মৃত্যু হলেও আরও চারজন গুলিবিদ্ধ হয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়৷

এই ঘটনার পর থেকেই এসপি লিপি সিং-কে সরানোর দাবি তুলেছিল জনতা৷ বুধবারই ছিল বিহারের প্রথম দফার ভোটগ্রহণ৷ তার ঠিক আগে বিসর্জনে পুলিশের এ হেন আচরণে রীতিমতো বেকায়দায় রাজ্য সরকার৷ ভোটের সময় পুলিশ- প্রশাসন নির্বাচন কমিশনের আওতায় থাকলেও নীতীশ কুমার সরকারকে মুঙ্গেরর ঘটনার জন্য দায়ী করেছে বিরোধীরা৷ আরজেডি নেতা তেজস্বী যাদব ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে মুঙ্গেরের ঘটনার তদন্ত করার দাবি জনিয়েছেন৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Bihar Election 2020, #Munger

আরো দেখুন