বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতেই সৌরভের নামে গুজব, রাজনীতিতে আগ্রহ নেই প্রাক্তন অধিনায়কের
রাজ্য বিজেপিতে (BJP) সাংগঠনিক রদবদলের সঙ্গে সঙ্গে তাদের মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। যাতে আবার সামনে আসছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নাম। দলের একাংশের মতে, রাজ্য বিজেপির কোঁদল এড়াতেও এটা হতে পারে ‘উপযুক্ত দাওয়াই’। সম্প্রতি কলকাতায় বিজেপির দুর্গাপুজোয় সৌরভ-পত্নী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের অনুষ্ঠান করাও তারই অঙ্গ বলে রাজনৈতিক মহলে অনেকের মত।
কিন্তু, প্রাক্তন অধিনায়কের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তিনি রাজনীতিতে আসতে ইচ্ছুক নন। ক্রিকেট নিয়েই থাকতে চান বেহালার মহারাজ। সূত্রের বক্তব্য, ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly) প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী। তিনি আগে বহুবার পশ্চিমবঙ্গ সরকারের অনুষ্ঠানেও নৃত্য পরিবেশন করেছেন। ওনার কাজের সাথে রাজনীতি জুড়ে দেওয়া ঠিক না। তাছাড়াও, একজন মহিলার নিজস্ব সত্ত্বা আছে। তার স্বামীর পরিচয়ই সব নয়। ডোনার সাথে সৌরভের রাজনীতির প্রবেশের ইস্যুকে জুড়ে দেওয়া তাই নারী-বিদ্বেষী মনোভাব, বলছেন এই ঘনিষ্ঠ সূত্র।
রাজ্যে বিধানসভা নির্বাচনে সৌরভকে তুলে ধরা হতে পারে বলে বিজেপি মহলে আগেই জল্পনা ছিল। সম্ভাব্য ‘মুখ’ হিসাবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) থেকে শুরু করে সাংসদ স্বপন দাশগুপ্ত, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) প্রমুখের নামও অনেক দিন ধরেই ঘুরছে। সর্বশেষ তার সঙ্গে যুক্ত হয়েছে সাংসদ ও রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়ের নামও। অন্য দিকে, রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargiya) আগেই জানিয়ে রেখেছেন, বিধানসভা ভোটের আগে দল কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরবে না।