২৭ নভেম্বর ডার্বি-যুদ্ধ, ঘোষিত আইএসএলের সূচি
গোয়ায় ১১ দল নিয়ে শুরু হচ্ছে আইএসএল। ২০ নভেম্বর এটিকে-মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ দিয়ে শুরু এ বারের আইএসএল। এসসি ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ মোহনবাগানের বিরুদ্ধে তিলক ময়দানে। ডার্বি দিয়েই শুরু হবে এ বারের লাল-হলুদের আইএসএল সফর।
কলকাতার ফুটবলপ্রেমীদের নজর থাকবে যদিও ২৭ নভেম্বরের দিকেই। প্রথমবার আইএসএলে কলকাতা ডার্বি। দুই প্রধানের লড়াই দেখতে মুখিয়ে থাকবে কলকাতা। লিভারপুল কিংবদন্তি রবি ফাওলারের মুখোমুখি হবেন স্প্যানিশ কোচ অ্যান্তোনিও হাবাস। সেই লড়াইয়ে কে জিতবে তার দিকেই থাকবে নজর। মর্যাদার লড়াইয়ে আইএসএলে প্রথমবার জিতে এগিয়ে যেতে চাইবে দুই দলের সমর্থকরাই।
আইএসএল হবে গোয়ার তিন মাঠে। তিলক ময়দান, জওহারলাল নেহ্রু স্টেডিয়াম এবং গোয়া মেডিকাল কলেজ স্টেডিয়ামে। মোট ম্যাচের সংখ্যা ৫৫টি। শেষ ম্যাচেও থাকছে মোহনবাগান। ১১ জানুয়ারি তারা খেলবে মুম্বই সিটির বিরুদ্ধে। ইস্টবেঙ্গল তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে মুম্বই সিটির বিরুদ্ধে।