রাজ্য বিভাগে ফিরে যান

পরীক্ষার সম্ভাব্য সময়সূচি জানাল পিএসসি

October 31, 2020 | < 1 min read

পাবলিক সার্ভিস কমিশন (PSC) আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। ডব্লুবিসিএস-মেইন ( WBCS -Main), মিসলেনিয়াস সার্ভিস এবং অডিট অ্যাকাউন্টস সার্ভিসের চূড়ান্ত পরীক্ষা আগামী বছর নেওয়া হবে। আইসিডিএস(ICDS) কর্মীদের থেকে সুপারভাইজার নিয়োগের পরীক্ষার তারিখ আগামী বছর দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির জন্য পিএসসি-র প্রায় সব চাকরির পরীক্ষা স্থগিত রয়েছে। অক্টোবর মাসে শুধু জুডিসিয়াল সার্ভিসের প্রাথমিক পরীক্ষা নিয়েছে পিএসি।

পিএসসি ইতিমধ্যে ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং ডব্লুবিসিএস-এর প্রাথমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। চূড়ান্ত পরীক্ষায় বসার যোগ্যতা অর্জনকারীদের তালিকা প্রকাশ করা হয়েছে। ক্লার্কশিপ পার্ট টু পরীক্ষা প্রথমে সেপ্টেম্বরে নেওয়ার জন্য সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়। কিন্তু পরিবহণ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক না-হওয়া, বিশেষ করে শহরতলির ট্রেন চলাচল বন্ধ থাকায় সেপ্টেম্বরে সব পরীক্ষা স্থগিত রাখা হয়। সম্প্রতি ক্লার্কশিপ পরীক্ষার সম্ভাব্য নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ৬ ডিসেম্বর ওই পরীক্ষা নেওয়ার কথা। নতুন প্রার্থীদের থেকে আইসিডিএস কেন্দ্রের সুপারভাইজার নিয়োগের চূড়ান্ত পরীক্ষা ১২-১৩ ডিসেম্বর হওয়ার কথা। এই দু’টি পরীক্ষায় পরীক্ষার্থীদের সংখ্যা অনেক। কিন্তু ট্রেন চলাচল ডিসেম্বরে স্বাভাবিক হবে কি না সেটা এখনও নিশ্চিত নয়। তাই ওইসব পরীক্ষা হওয়া নিয়ে বিভিন্ন মহলে সংশয় আছে। তবে ডব্লবিসিএস মেইন পরীক্ষা এপ্রিলে, অডিট সার্ভিস ফেব্রুয়ারি-মার্চ ও মিসলেনিয়াস চূড়ান্ত পরীক্ষার তারিখ ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছে। আইসিডিএস কর্মীদের থেকে সুপারভাইজার নিয়োগের পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে হবে। নভেম্বরের শেষদিক থেকে পিএসসি-র কিছু চাকরির লিখিত পরীক্ষার সম্ভাব্য সূচি ঘোষণা করা হয়েছে। তবে, এই পরীক্ষাগুলিতে পরীক্ষার্থীদের সংখ্যা তুলনামূলকভাবে কম।

TwitterFacebookWhatsAppEmailShare

#PSC, #PSC Exam, #West Bengal

আরো দেখুন