পুরোনো টায়ারে অভিনব ক্যাফে তৈরি এসপ্ল্যানেডে

ব্যবহৃত পুরোনো টায়ার দিয়ে দেশে প্রথম ‘টায়ার পার্ক’ ক্যাফে তৈরি করছে তাঁরা।

October 31, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

অবাঞ্চিত যা তা ফেলে না দিয়ে তাঁকে শিল্পের ছোঁয়ায় রাঙিয়ে তোলা কম বড় কথা নয়। এবার এমন কাজই করল কলকাতা পরিবহন কর্পোরেশন। মহানগরকে ভিন্ন রূপে সাজিয়ে তুলতে নেওয়া হল অভিনব উদ্যোগ। ব্যবহৃত পুরোনো টায়ার দিয়ে দেশে প্রথম ‘টায়ার পার্ক’ ক্যাফে তৈরি করছে তাঁরা।

পশ্চিমবঙ্গ পরিবহণ কর্পোরেশনের এক আধিকারিক বলেন, “পার্কের পিছনে ধারণাটি হ’ল বর্জ্যকে শিল্পে রূপান্তর করা যায়। কোনও কিছুই অপচয় নয়। বর্জ্য দিয়েও যে শিল্প করা যায় সেই বার্তাই দেওয়া হচ্ছে।”

এই মুহুর্তে চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। ঘন্টার পর ঘন্টা ধরে কাজ করে চলেছেন শিল্পীরা।

শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এসপ্ল্যানেডে এই পার্কটিতে একটি ছোট্ট ক্যাফে থাকবে। থাকবে গান বাজনা। টায়ারের তৈরি বিভিন্ন কারুশিল্প উপভোগও করা যাবে।

ডাব্লুবিটিসি-এর ম্যানেজিং ডিরেক্টর রাজনভীর সিং কাপুর বলেন, “জনবহুল অঞ্চলে এটি শান্তির একটি দ্বীপ হবে”।

বাসের পরিত্যক্ত টায়ার নষ্ট করে দেওয়া একটা বিপুল কাজ ও বড় চ্যালেঞ্জও। বাস ডিপোটে স্তুপাকৃতি হয়ে থাকে টায়ার। তাই সেগুলিকেই এবার কাজে লাগানোর ভাবনা রাখা হয়েছে।

esplanede-waste-to-art-kolkata-gets-park-decked-up-by-used-tyres

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen