রাজ্য বিভাগে ফিরে যান

লকডাউনেও পড়ুয়াদের কাছে পৌঁছে গিয়ে পুরস্কৃত বাংলা

November 1, 2020 | < 1 min read

সাধারণভাবে লকডাউন (Lock Down) উঠলেও শিক্ষা প্রতিষ্ঠানে তা জারি রয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিও বন্ধ। এই অবস্থায় বাড়িতে বসে থাকা খুদেদের কাছে শিক্ষা পৌঁছে দিতে এ রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ (Department of Women & Child Development and Social Welfare) দপ্তরের উদ্যোগ বিশেষ স্বীকৃতি পেল। ‘স্কচ আওয়ার্ড’ নামে (SKOCH Award ) একটি সর্বভারতীয় পুরস্কার পেয়েছে শশী পাঁজার দপ্তর। শনিবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ট্যুইট করে জানিয়েছেন এই তথ্য।

প্রসঙ্গত, ইউনিসেফের (UNICEF) সঙ্গে হাত মিলিয়ে একটি অনলাইন লার্নিং মডিউল তৈরি করেছে দপ্তর। স্মার্টফোনের মাধ্যমে সেই মডিউলেই চলছে পড়াশোনা। ৩ থেকে ৬ বছর বয়সি প্রায় ২৭ লক্ষ খুদের কাছে পৌঁছনোর লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়েছিল এই দপ্তর। তা অনেকাংশেই সফল হয়েছে। এর আগে স্মার্টফোনের মাধ্যমে অভিভাবকদের কাছে সরাসরি টাস্ক দেওয়া হচ্ছিল দপ্তরের তরফে। বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) নিজস্ব এফএম সহ আরও একটি এফএম-এর মাধ্যমে রেডিও অনুষ্ঠান করেও পাঠদান চালাচ্ছে তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

#GoWB, #Mamata Banerjee, #unicef, #SKOCH Award

আরো দেখুন