বাংলায় কমল আক্রান্তের সংখ্যা, স্বস্তি
দেশে ফের নিম্নমুখী সংক্রমণের গ্রাফ। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেশ খানিকটা কমল। তবে উল্লেখযোগ্য বিষয় হল, মৃত্যুর হার দেড় শতাংশের নীচে নেমে গিয়েছে। একইসঙ্গে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ লক্ষের নীচে রয়েছে। দেশে এখন সক্রিয় আক্রন্ত ৫ লক্ষ ৮২ হাজার ৬৪৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫৫১ জনের। চলতি মাসের শুরু থেকে দেশে করোনার সংক্রমণ (Coronavirus) কমতে শুরু করেছিল। প্রায় প্রতিদিনই কমছিল আক্রান্তের সংখ্যা। এরইমধ্যে বুধ ও বৃহস্পতিবার সংক্রামিতদের সংখ্যা বাড়ায় উদ্বেগ তৈরি হয়েছিল। শুক্রবার থেকে ফের সংক্রমণে কিছুটা লাগাম পড়েছে। শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health) দেওয়া বুলেটিন অনুযায়ী, একদিনে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৬৪৮ জন। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৯ হাজার ৪৫৪ জন। এদিনের হিসেব ধরে মোট আক্রান্তের সংখ্যা ৮১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এখনও পর্যন্ত দেশে ৮১ লক্ষ ৩৭ হাজার ১১৯ জন আক্রান্ত হয়েছেন করোনায়। তবে আশা বাড়াচ্ছে সুস্থতার সংখ্যা।
ভারতে এখন সুস্থতার হার ৯১.৩৪ শতাংশ। গত একদিনে কোভিড টেস্ট (Covid Test) করানো হয়েছে ১০ লক্ষ ৬৭ হাজার ৯৭৬ জনের। দেশের মধ্যে সংক্রমণের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৭২ হাজার ৮৫৮ জন। তার পরেই অন্ধ্রপ্রদেশ। সেখানে মোট আক্রান্ত ৮ লক্ষ ২০ হাজার ৫৬৫ জন। কর্ণাটকে মোট আক্রান্ত ৮ লক্ষ ২০ হাজার ৩৯৮ জন। চতুর্থ স্থানে তামিলনাড়ু। ওই রাজ্যে মোট আক্রান্ত ৭ লক্ষ ২২ হাজার ১১ জন। কেরলে এদিন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ২৫ হাজার ১২২ জন। সংক্রামিতের সংখ্যা বাড়ছে দিল্লিতেও। রাজধানীতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লক্ষ ৮১ হাজার ৬৪৪ জন। এদিকে তামিলনাড়ুতে স্কুল-কলেজ খুলবে ১৬ নভেম্বর। আর থিয়েটার খুলছে ১০ নভেম্বর থেকে।