খেলা বিভাগে ফিরে যান

ক্যাপ্টেন কোহলি কি ইচ্ছে করেই দক্ষ খেলোয়াড়দের টিমের বাইরে রাখছেন

November 1, 2020 | < 1 min read

অস্ট্রেলিয়া ট্যুরে নেওয়া হয়নি রোহিত শর্মা (Rohit Sharma) এবং ইশান্ত শর্মা (Ishant Sharma)-কে। টেস্ট বা ওডিআই কোন টিমেই নেই এই দুই দুঁদে ক্রিকেটার। যা এই খেলোয়াড়ের দক্ষতার নিরিখে সত্যিই এক আশ্চর্য ঘটনা।

একথা সত্যি যে বিগত সিজনের আইপিএলে (IPL) এই দুই খেলোয়াড়ই চোট পেয়েছিলেন। কিন্তু এই দুজনের বিধ্বংসী খেলার অতীত বিবেচনা করলে দুই ক্রিকেটারেরই টিমে থাকা উচিৎ ছিল। কিন্তু ক্যাপ্টেন বিরাট তা মনে করেননি।

আরসিবি (RCB)-র বিরুদ্ধে এতো ভালো খেলার পরেও সূর্য কুমার যাদবকেও অস্ট্রেলিয়ান সফর দল থেকে বাদ দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্টাইরিস টুইটে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, “সূর্য কুমার যাদব আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চাইলে তিনি বিদেশে পাড়ি জমান”।

কিন্তু এর পরেও বহু উপেক্ষিত দক্ষ ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)কে বহুদিন পরে দলে ফেরানো হয়েছে।

তবে এটাও মনে রাখতে হবে যে কোহলির (Virat Kohli) স্নেহ ধন্য ঋষভ পান্ত(Rishabh Pant)ও দলে রয়েছে। এরপরে আদেও ঋদ্ধিমান খেলার সুজোগ পান কি না সেটা দেখার বিষয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#IPL, #Virat Kohli

আরো দেখুন