রাজ্য বিভাগে ফিরে যান

জেলায় বিজেপি কিছুই করতে পারবে না: শিশির অধিকারী

November 1, 2020 | 2 min read

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) আমাদের জেলায় এসে কিছু করতে পারবেন না। আগেও এসেছেন। তৃণমূলকে (Trinamool) গালিগালাজ করে চলে গেছেন। জেলায় বিজেপি–‌র কোনও জোর নেই। বিজেপি–‌তে কেউ যাবে না।’‌

শনিবার পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল সভাপতি ও প্রবীণ সাংসদ শিশির অধিকারী (Sisir Adhikari) এই মন্তব্য করেছেন। তাঁর ছেলে পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)কে নিয়ে নানা আলোচনা চলছে। পূর্ব মেদিনীপুর জেলার ১৬টি আসন। শিশিরবাবু বলেন, ‘‌এই ১৬টি আসনের মধ্যে ২ – ১ টি আসন একটু কমজোরি আছে। আমরা মেক আপ করে নেব।’‌

শুভেন্দু অধিকারী সম্পর্কে শিশিরবাবুর বক্তব্য, ‘‌কেউ কেউ ওকে উসকে দিচ্ছে। এখনও পর্যন্ত শুভেন্দু ঠিকঠাকই আছে। মনে হয় না বিজেপিতে গিয়ে কেউ বোকামি করবে। জেলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) অনেক উন্নয়নমূলক কাজ করেছেন।’‌ শিশিরবাবুকে মুখ্যমন্ত্রী বিজয়ার শুভেচ্ছাও জানিয়েছেন। নন্দীগ্রামে (Nandigram) এদিন মন্ত্রী শুভেন্দু অধিকারী এক অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে বলেন, ‘‌আমি প্যারাশ্যুটে নামিনি, লিফটে করে ওপরে উঠিনি। সিঁড়ি ভেঙে উঠেছি। মানুষই সব। মানুষের কাজ করতে গেলে আমার তো মনে হয় না কোনও পদের প্রয়োজন আছে।’‌ জেলার বিধায়ক অখিল গিরি শুভেন্দু সম্পর্কে বলেন, ‘‌তিনি কী বলতে চাইছেন তা পরিষ্কার হয়নি। দলের ওপরে কেউ নন।

সাংসদ সৌগত রায় (Saugata Roy) বলেন, ‘‌রাজ্য বিজেপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব ক্রমশঃ প্রকাশ হয়ে পড়ছে। দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয়, সৌমিত্র খাঁয়ের মধ্যে মতান্তর শুরু হয়েছে। ওঁদের ঝগড়া মেটাতেই অমিত শাহ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) পরিবর্তে বাংলায় আসছেন। দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছেন বাংলায় ওঁরা শিল্প সম্মেলন করবেন। আগে দেখুন ওঁদের মধ্যে কে থাকেন। আর কে বাদ চলে যান।  অমিত শাহ লোকসভা নির্বাচনের আগে এসে প্ররোচনা দিয়ে গিয়েছিলেন। তিনি থাকাকালীন, বিজেপি (BJP) কর্মীরা বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয়। বাংলায় ওরা নতুন সংস্কৃতি তৈরি করতে চাইছে, যা এখানকার মানুষ কোনওদিনই গ্রহণ করবে না। মনিষীদের অপমান এখানকার মানুষ মেনে নেয় না।’‌

তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বলেন, ‘‌অমিত শাহ এসে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে যাবেন। যতবেশি আক্রমণ করবেন, আমাদের নেত্রীর জনপ্রিয়তা তত বাড়বে। বাংলা জুড়ে বিভিন্ন বিধানসভায় বিধায়করা তাঁদের কেন্দ্রে সভা শুরু করেছে। আমরা দুটি বিষয়ের ওপর বলছি– এক, মুখ্যমন্ত্রীর উন্নয়নের আরও প্রচার করতে হবে। দুই, জনসংযোগ বাড়িয়ে ঐক্যবদ্ধভাবে বিজেপি–‌কে রুখতে হবে। আমাদের মহিলাবাহিনী বিজেপিকে পর্যুদস্ত‌ করতে যথেষ্ট। ২০২১–এ বিধানসভা নির্বাচনে জিতে মমতা ব্যানার্জি হ্যাটট্রিক করবেন। ওদের কোনও নেতা নেই। একটাই লক্ষ্য মমতাকে আক্রমণ করা। অমিত শাহ আগে নিজের দলকে সামলান, তারপর বাংলা দখলের স্বপ্ন দেখবেন।’‌ ‌

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #West Bengal Assembly Election 2021, #Sisir Adhikari

আরো দেখুন