রাজ্য বিভাগে ফিরে যান

করোনা আবহেই ‘রূপশ্রী’ প্রকল্পের টাকা পেয়েছেন লক্ষাধিক মহিলা

November 2, 2020 | < 1 min read

আর্থিকভাবে পিছিয়ে পড়া মেয়েদের বিয়েতে আর্থিক সাহায্যের জন্য রাজ্য সরকার চালু করেছে রূপশ্রী প্রকল্প ( Rupashree Prakalpa)। করোনাকালে সেই প্রকল্পে প্রায় ১ লক্ষ ২০ হাজার মহিলাকে ওই প্রকল্পে আর্থিক সাহায্যে দিচ্ছে শিশু ও নারী কল্যাণ দপ্তর। সূত্রের খবর, গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১ লক্ষ ৩০ হাজার আবেদন জমা পড়ে। তার মধ্যে ৯০ শতাংশ ক্ষেত্রে টাকা দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে। দপ্তরের কর্তারা বলছেন, গত আর্থিক বছরে এরাজ্যে ২.৮ লক্ষ আবেদন গ্রহণ করা হয় রূপশ্রী প্রকল্পের জন্য। কিন্তু চলতি আর্থিক বছরের গোড়া থেকেই পরিস্থিতি অন্যরকম ছিল।

সংক্রমণের মধ্যে যেহেতু বহু মানুষের টাকার দরকার ছিল, তাই সামাজিক প্রকল্পগুলিতে যাতে কোনওরকম সমস্যা না হয়, তার দিকে নজর দিতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই নির্দেশ মতোই দপ্তর অত্যন্ত দ্রুততার সঙ্গে আবেদনে অনুমোদন দিচ্ছে দপ্তর। প্রসঙ্গত, ১৮ বছর পেরলে বিয়ের জন্য ২৫ হাজার টাকা এককালীন অনুদানের ব্যবস্থা আছে রূপশ্রী প্রকল্পে।  

TwitterFacebookWhatsAppEmailShare

#Rupashree Prakalpa, #Coronavirus

আরো দেখুন