রাজ্য বিভাগে ফিরে যান

লোকাল ট্রেনে ছাড়পত্র নবান্নের, জানুন তারিখ

November 2, 2020 | < 1 min read

কোভিড (Covid 19) বিধি মেনে বাংলায় লোকাল ট্রেন চালুর ছাড়পত্র দিল রাজ্য। কী কী নিয়ম মেনে কবে থেকে লোকাল ট্রেনের চাকা গড়াবে তা চূড়ান্ত ঘোষণা হবে ৫ নভেম্বর। সোমবার নবান্নে রাজ্য প্রশাসন ও পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের কর্তাদের বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

দীর্ঘদিন ধরেই লোকাল ট্রেন (Local Train) চালুর দাবি উঠছিল। রাজ্যের বিভিন্ন স্টেশনে বারবার বিক্ষোভ হয়েছে। এমন পরিস্থিতিতে সোমবার নবান্নে রেলের পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্য সচিব। দুপক্ষের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা চল। তারপরই বাংলায় ট্রেন চালানোয় ছাড়পত্র দেয় নবান্ন (Nabanna)।  সাধারণভাবে  হাওড়া-শিয়ালদহ ডিভিশনে যে সংখ্যক ট্রেন চলে নিউ নর্মালে স্বাভাবিকভাবেই সেই সংখ্যক ট্রেন চলবে না। আপাতত প্রতিদিন ১০-১৫ শতাংশ ট্রেন চলাচল করবে।  প্রতিটি ট্রেন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করতে পারে।  তবে এ সমস্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ৫ নভেম্বর। 

TwitterFacebookWhatsAppEmailShare

#local train, #Nabanna

আরো দেখুন