বাংলার কলোনি বাসিন্দাদের রায়তি অধিকার দিচ্ছে মমতার সরকার
রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের জমিতে গড়ে ওঠা ১১৯টি কলোনির সমস্ত জমির রায়তি অধিকার সেখানকার বাসিন্দাদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলার ভূমি দফতর।

রাজ্যবাসীর সুবিধার্থে ফের বড়সড় সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের জমিতে গড়ে ওঠা ১১৯টি কলোনির সমস্ত জমির রায়তি অধিকার সেখানকার বাসিন্দাদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলার ভূমি দফতর। এটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক হিসাবে দেখছে রাজনৈতিক মহল।
মাথার ওপর ছাদের আইনি স্বীকৃতি সকলেই চায়। আর তা পেয়ে গেলে নিশ্চিন্ত বোধ করে সাধারণ মানুষ। গত ৩ সেপ্টেম্বর রাজ্য মন্ত্রিসভার ৭১তম বৈঠকে এই নীতিতে চূড়ান্ত সিলমোহর দিয়েছে। কিন্তু যে শর্তে কলোনির বাসিন্দাদের জমির অধিকার দেওয়া হচ্ছে, তা নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছিল বলে ভূমি দফতর সূত্রে খবর মিলেছে।
ভূমি দফতর সূত্রে খবর, ১১৯টি কলোনিতে থাকা বাসিন্দাদের হাতে জমির ‘ফ্রি হোল্ড টাইটেল ডিড’ তুলে দিতে চায় রাজ্য সরকার। সেই চুক্তিপত্রের শর্তে বলা হয়েছে, পারিপার্শ্বিক নানা কারণে পূর্ব পাকিস্তান থেকে একসময় বহু মানুষ এই রাজ্যে এসে থাকতে শুরু করেছিলেন। সরকার তাঁদের ‘উদ্বাস্তু’ হিসাবে মেনে নিয়েছে। এমন উদ্বাস্তুরা ১১৯টি কলোনিতে রয়েছে। মন্ত্রিসভা তাঁদেরই জমির অধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা এককথায় ঐতিহাসিক বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।