রাজ্য বিভাগে ফিরে যান

৩০ নভেম্বর পর্যন্ত লকডাউন বিধি ঘোষণা রাজ্য সরকারের

November 2, 2020 | < 1 min read

ইতিমধ্যেই আনলক ৫ (Unlock 5) এর বিধিনিষেধ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। সেই পথে হেঁটেই বেশকিছু লকডাউন (Lockdown) বিধি ঘোষণা করল রাজ্য সরকার (State Government)। এই বিধি চালু থাকবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। সোমবার নবান্ন (Nabanna) থেকে এক বিবৃতি জারি করে তা জানিয়ে দেওয়া হয়।

কী বলা হয়েছে সেইসব বিধিতে

  • আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। পঠনপাঠন হবে না অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতেও।
  • প্রশিক্ষণ ছাড়া অন্য কোনও কাজের জন্য খোলা যাবে না সুইমিং পুল।
  • কনটেনমেন্ট জোনের বাইরে সিনেমা হল, মাল্টিপ্লেক্স, থিয়েটার খুলবে তবে দর্শকসংখ্যা ৫০ শতাংশের বেশি হবে না।
  • কনটেনমেন্ট জোনের (Containment Zone) বাইরে সামাজিক, শিক্ষা সংক্রান্ত, বিনোদনমূলক, সংস্কৃতিক, নাচগান সংক্রান্ত, ধর্মীয় ও রাজনৈতিক জমায়েত চলবে। তবে তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে ও করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Coronavirus, #lock down, #West Bengal

আরো দেখুন