রাজ্যপালের আচরণে ক্ষুব্ধ তৃণমূল
রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) তৃণমূল সরকারকে বার বার হেনস্থা করে চলেছেন। ছুটি কাটানোর নাম করে পাহাড়ে গিয়েও একই কাজ করে চলেছেন। সোমবার তিনি সেখানে পুলিশ সুপার সন্তোষ নিম্বলকর এবং জেলাশাসক এস পুন্নমবলমকে ডেকেছিলেন। আবারও টুইটে মমতা বন্দোপাধ্যাকে (Mamata Banerjee) আক্রমণ করেন। রাজ্যপালের এই ভূমিকায় ক্ষুব্ধ তৃণমূল। দলের পক্ষ থেকে আগেই আন্দাজ করা হয়েছিল ছুটি কাটানোর নাম করে পাহাড়ে গিয়ে ষড়যন্ত্র করবেন রাজ্যপাল।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলের দুই নেতা পার্থ চট্টোপাধ্যায় এবং সৌগত রায়।
পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) বলেন, “আপনি বলেছেন আগুন নিয়ে খেলবেন না। আমরা বলছি আপনি রাজ্যপালের পদ নিয়ে খেলবেন না। এই খেলা আপনি বন্ধ করুন। বার বার নিষেধ করা সত্ত্বেও একই কাজ করে চলেছেন। বিজেপির রাজ্য সভাপতির মতো কাজ করছেন। অগণতান্ত্রিক কাজ থেকে বিরত থাকুন। আমলারা আপনার কথা শুনবে কেন? উপদেশ না দিয়ে নিজের কাজ করুন। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলার উন্নয়ন হচ্ছে। কোন অধিকারে আমলাদের সমালোচনা করছেন? সংবিধানের বাইরে চলে যাচ্ছেন।”
সাংসদ সৌগত রায় (Saugata Roy) এদিন বলেন, ” আমলাদের ডেকে তিনি সন্তুষ্ট থাকতে পারেন। এর বেশি কিছু করতে পারবেন না। তাদের নির্দেশ দেওয়ার ক্ষমতা নেই রাজ্যপালের। রাজ্যপালকে শুধু সম্মান জানানো যেতে পারে। উপদেশে কান দেওয়ার মানে হয় না। আমলারা নিজেদের কাজ জানেন। দার্জিলিং – এ গিয়েও প্রচারে থাকতে চাইছেন রাজ্যপাল। বিজেপির হয়ে কাজ করার ইচ্ছে থাকলে রাজ্যপালের পদ ছেড়ে বিজেপিতে যোগ দিন। “
মহানাগরিক ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, ” এই মহামারীর সময় মানুষের কথা ভেবে কাজ করা উচিৎ। তা না করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছেন। “