এপ্রিলে করোনা আক্রান্ত হন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম: রিপোর্ট
এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন ব্রিটেনের যুবরাজ উইলিয়ামও। কিন্তু, এই সংক্রমণের খবরটি গোপন রাখা হয়। ‘দ্য সান’-এর খবর অনুযায়ী, বাবা প্রিন্স চার্লসের করোনায় আক্রান্ত হওয়ার খবরের পাশাপাশি যুবরাজের সংক্রমণের খবর প্রকাশ্যে এলে দেশবাসীর উদ্বেগ বাড়বে, এমন আশঙ্কা করেই বিষয়টি গোপন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে, ব্রিটিশ সিংহাসনের দ্বিতীয় দাবিদার ৩৮ বছরের ‘ডিউক অব কেমব্রিজ’ ব্রিটিশ রাজপরিবারের ডাক্তারদের তত্ত্বাবধানেই ছিলেন। পূর্ব ইংল্যান্ডের (England ) নরফোকে পারিবারিক আনমের হলে সরকারি নিয়মবিধি মেনেই যুবরাজের চিকিৎসা হয়েছে। ‘দ্য সান’ জানিয়েছে, করোনায় খুবই কাহিল হয়ে পড়েছিলেন যুবরাজ। তিনি বেশ ভালোরকম অসুস্থ হয়েছিলেন। লন্ডনে ডিউক অব কেমব্রিজের অফিস, কেনসিংটন প্যালেস থেকে অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তারা খবরটি অস্বীকারও করেনি।
উইলিয়ামও (Prince William) প্রকাশ্যে নিজের সংক্রমণ নিয়ে মুখ খোলেননি। কিন্তু, তিনি নাকি একটি অনুষ্ঠানে গিয়ে ঘনিষ্ঠ একজনকে বলেছেন, আমি কাউকে উদ্বেগে ফেলতে চাই না।
এদিকে, সেলফ কোয়ারেন্টাইনে (Self Quarantine) গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান টেড্রস আধানম (Tedros Adhanom Ghebreyesus)। তিনি নিজেই ট্যুইট করে জানিয়েছেন, ‘আমি একজন কোভিড পজিটিভ (Covid 19) ব্যক্তির সংস্পর্শে এসেছিলাম। আমি সুস্থ আছি এবং আমার শরীরে এখনও পর্যন্ত কোনও উপসর্গ নেই। কিন্তু, ‘হু’র নির্দেশিকা মেনেই কিছুদিন সেলফ কোয়ারেন্টাইনে থাকব। যাবতীয় প্রোটোকল মেনে বাড়ি থেকেই কাজ করব।’