আজ নবান্নে মমতার সঙ্গে বৈঠকে আতসবাজি সংগঠনের কর্তারা
এবার কালীপূজোয় (Kali Puja 2020) বাজি না ফাটানোর আবেদন করেছে রাজ্য সরকার৷ অন্যদিকে সারা বাংলা আতসবাজি উন্নয়ন সমিতি বাজি ফাটানোর আর্জি জানিয়ে রাজ্যকে চিঠি দিয়েছে৷ এমতাবস্থায় বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে বৈঠকে বসবেন সারা বাংলা আতসবাজি উন্নয়ন সমিতির কর্তারা৷
তার আগে বাজি ফাটানোর আর্জি জানিয়ে রাজ্যকে চিঠি দিয়েছে সারা বাংলা আতসবাজি উন্নয়ন সমিতি৷ তাদের দাবি, বাজি শিল্পের সঙ্গে প্রায় ৩১ লক্ষ মানুষ জড়িত আছে৷ কালীপূজোয় সরকার বাজি ফাটানো বন্ধ করে দিলে এই সব পরিবারের কি হবে?সারা বছর তারা কালীপূজো ও দীপাবলির জন্য অপেক্ষা করে থাকেন৷
এদিকে কালীপূজো যাতে বাজি বিহীন হয়,তার জন্য কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা হয়েছে৷ পাশাপাশি এবার কালীপূজোয় বাজি না ফাটানোর আবেদন করেছে রাজ্য সরকারও৷
মঙ্গলবার নবান্নে (Nabanna) মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandopadhyay) সাংবাদিক সম্মেলন করে বলেন,‘কোভিড রোগীর পক্ষে বায়ুদূষণ মারাত্মক। তাই কালীপূজোয় বাজি ফাটাবেন না। করোনা আবহে বাজি থেকে দূরে থাকুন।’
তিনি আরও বলেন, দুর্গাপুজোয় মতই মণ্ডপের চারপাশ যেন খোলা রেখে কালীপূজো করতে হবে৷ পুলিশের সঙ্গে কথা বলেই কালীপূজো বিসর্জন করতে হবে৷ তবে বিসর্জনে শোভাযাত্রা করা যাবে না৷ মাস্ক পরা বাধ্যতামূলক৷