← দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান
নজিরবিহীন অভিযোগ অর্জুন সিং- এর বিরুদ্ধে
নজির বিহীন অভিযোগ সাংসদ অর্জুন সিং (Arjun Singh)- এর বিরূদ্ধে। কলকাতার (kolkata) এক নামী স্কুলে এক পড়ুয়ার সন্ধান পাওয়া গিয়েছে। জন্ম ২০০৮ সালের ৬ জুন, ভাগীরথী নেওটিয়া হাসপাতালে। বাচ্চাটির মায়ের নাম শ্রাবন্তী সিং আর বাবার নাম অর্জুন সিং। বাবা নাকি দাপুটে নেতা এবং জনপ্রতিনিধি।
একাধিক পোর্টালে এই খবর প্রকাশিত হওয়ার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে।
কিন্তু কে এই অর্জুন সিং? আমরা যাকে চিনি তিনি কি? কিন্তু তাঁর স্ত্রী তো উষা সিং (Usha Singh) এবং ছেলে বিধায়ক পবন সিং (Paban Singh)। এদিকে ওই বালকের স্কুলে ভর্তির ফর্মের সাথে অর্জুন সিং-এর সই – এর অদ্ভুত মিল।
বিষয়টি বিজেপির (BJP) রাজ্য দপ্তরে পৌঁছেছে। ঘটনা সত্যি হলে বিপাকে পড়তে পারে বিজেপি। কারণ তাহলে নির্বাচনের হলফনামায় অসঙ্গতির প্রশ্ন উঠবে। আর প্রশ্ন উঠবে সাংসদের চারিত্রিক নৈতিকতা নিয়েও।