দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

কেন্দ্রের মোটা চালের ভাত, বাঁকুড়ার মধ্যহ্নভোজ নিয়ে আবারও অমিত শাহকে বিঁধলেন অভিষেক

November 6, 2020 | < 1 min read

শুরু হয়ে গেছে ভোটের তোড়জোড়। বাঙালির মন পেতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বাড়ি বাড়ি ঘুরে মধ্যাহ্ন ভোজ (Lunch) সারছেন। কিন্তু সেই ভোজেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া রেশনের মোটা চালের ভাত খেলেন না অমিত শাহ। তাঁর জন্যে এই আদিবাসী পরিবারটিকে কিনতে হল সরু চাল। আরো কিনতে হল ৪০ টাকা কিলোর আলু, ১০০ টাকা কিলোর পিঁয়াজ।

প্রত্যন্ত গ্রাম চতুরডিহির আদিবাসী সম্প্রদায়ের বিভীষণ হাঁসদার বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারেন অমিত শাহ। মেনুতে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, করলা ভাজা, পোস্তর বড়া, চাটনি আর সন্দেশ। বোঝাই যাচ্ছে এসব কিছুর বন্দোবস্ত করতে কাল ঘাম ঝরেছে দরীদ্র পরিবারটির। আর সেখানে এসে নিজেদের দেওয়া রেশনের মোটা চালের ভাতই খেতে পারলেন না কেন্দ্রীয় মন্ত্রী, যা নিয়ে এতদিন নিজেরাই গরীবের ভালো করছেন বলে গর্ব করতেন।

অপরদিকে আজ খাবেন বাগুইআটির নবীন বিশ্বাসের বাড়িতে। সেখানেও মন্ত্রীর মেনুতে নোলেন গুঁড়ের পায়েস রাখতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বাড়ির মালিককে। সেখানেও থাকছে বাসমতী চালের ভাত। অর্থাৎ এখানেও রেশনের মোটা চাল ‘নৈব নৈব চ’।

কিন্তু এতো কিছু করেও মন্ত্রীর পাশে বসে খেয়েও মন্ত্রীর সাথে দুদন্ড কথা বলে নিজেদের অসুবিধের কথা জানানোর সুযোগও পাচ্ছেন না এই মানুষগুলো। মন্ত্রীর ব্যস্ততা তাদেরকে সেই সাহসই দিচ্ছে না।

এ নিয়ে টুইটারে অমিত শাহকে (Amit Shah) কটাক্ষ করেছেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় (abhishek Banerjee)।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bankura, #Amit shah

আরো দেখুন