দেশ বিভাগে ফিরে যান

বিহার বিধানসভায় মহাগঠবন্ধনের থেকে কম আসন পাবে এনডিএ, বলছে এক্সিট পোল

November 7, 2020 | 2 min read

ছবি: ফাইল চিত্র

করোনাকালে প্রথম নির্বাচন সম্পন্ন হল বিহারে (Bihar)। তিন দফায় ভোটগ্রহণ হল শান্তিপূর্ণ ভাবে। ফলাফল আসবে ১০ নভেম্বর। তার আগে এক্সিট পোলের ফলাফল এসেছে তৃতীয় দফার ভোটগ্রহণের পর। বিভিন্ন সংস্থা নির্বাচন পরবর্তী বুথফেরত সমীক্ষা করেছেন। ওপিনিয়ন পোলে বলা হয়েছিল যে এনডিএ সহজেই জিতছে। এক্সিট পোলে যদিও পিছিয়ে এনডিএ। অল্প হলেও এগিয়ে মহাগঠবন্ধন। কার্যত দাগই কাটতে পারেনি চিরাগ পাসওয়ানের এলজেপি। কিন্তু অনেক জায়গায় শাসকের ভোট কেটেছে তারা। 

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভায়(Bihar Assembly Elections) জয়ের জন্য চাই ১২২ আসন। অধিকাংশ সমীক্ষা থেকে উঠে আসছে যে ম্যাজিক ফিগারের খুব কাছে থাকবে মহাগঠবন্ধন (MahaGathBandhan)। অর্থাৎ তেজস্বী যাদবের (Tejashwi Yadav) মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল। তবে এক্সিট পোলে (Exit Poll) তিন শতাংশ মার্জিন অফ এরর থাকে। অর্থাৎ যেই ভোট শতাংশ বলা হচ্ছে সমীক্ষায় তার তিন শতাংশ এদিক-ওদিক হতে পারে। ফলে একটুও এক্সিট পোল ভুল হলেই এগিয়ে যেতে পারে এনডিএ (NDA) । তবে আপাতত অ্যাডভান্টেজ মহাগঠবন্ধন সেটা বলাই যায়। 

এক নজরে দেখে নেওয়া যাক বিভিন্ন এক্সিট পোলে কী চিত্র উঠে এসেছে- 

সি ভোটার-টাইমস নাও এক্সিট পোল-

সি ভোটার টাইমস নাও

এনডিএ-র মধ্যে বিজেপি পাচ্ছে ৭০ আসন, জেডিইউ পাচ্ছে ৪২ আসন, হ্যাম ও ভিআইপি পাচ্ছে দুটি করে আসন। 

অন্যদিকে ইউপিএ-র মধ্যে আরজেডি ৭৫ আসন, কংগ্রেস ২৫ আসন ও বামপন্থী ১০টি আসন। 

রিপাবলিক জন-কি বাত এক্সিট পোল-

রিপাবলিক জন – কি বাত

এনডিএর মধ্যে বিজেপি পাবে ৬০-৭৫ আসন, জেডিইউ ৩১-৪২ আসন, আরজেডি ৭৯-৯১ আসন ও কংগ্রেস ২৪-৩০ আসন। 

টিভি৯-ভারতবর্ষ-

টিভি৯ – ভারতবর্ষ
TwitterFacebookWhatsAppEmailShare

#Bihar Election, #LJP, #Bihar bjp, #Bihar Election 2020, #RJD, #JDU, #Mahagathbandhan, #NDA

আরো দেখুন