নীতিশ না তেজস্বী? অভিজ্ঞতা না তারুণ্য? কে জিতবে বিহারে?

লোকসভা ভোটে মোদী হাওয়ায় গেরুয়া হয়েছিল বিহার কিন্তু সেই ঝড় বিধানসভাতে স্তিমিত, এমনটাই ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়।

November 10, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

নীতিশ না তেজস্বী,অভিজ্ঞতা না তারুণ্য, কে জিতবে বিহারে, জানা যাবে কয়েক ঘণ্টার মধ্যেই।

৩৮ জেলার ৫৫টি সেন্টারে হবে ভোট গণনা। ১৫ বছর বাদে তেজস্বীর (Tejashwi Yadav) হাত ধরে ফের মসনদে ফিরবে লালুর দল না কি প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে ঠেকিয়ে আবার জিতবেন নীতিশ কুমার (Nitish Kumar), নজর থাকবে সেদিকে।

কেমন ফল করবেন চিরাগ পাসওয়ান, তার ওপর নির্ভর করবে অনেক সমীকরণ।

লোকসভা ভোটে মোদী হাওয়ায় গেরুয়া হয়েছিল বিহার কিন্তু সেই ঝড় বিধানসভাতে স্তিমিত, এমনটাই ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen