রাজ্য বিভাগে ফিরে যান

পথে নামুক বেশি সংখ্যক বেসরকারি বাস, চায় নবান্ন

November 10, 2020 | 2 min read

আগামী বুধবার থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন (Local Train)। বাড়তি যাত্রীর চাপ ও গণপরিবহণকে সচল রাখতে আরও বেশি সংখ্যক বেসরকারি বাস পথে নামুক, চায় নবান্ন। সেই সূত্রে, আজ মঙ্গলবার বেসরকারি বাস মালিকদের নিয়ে বেলতলায় বৈঠকে বসছেন পরিবহণ কর্তারা। বাস মালিকদের সংগঠনগুলির বক্তব্য, এই মুহূর্তে কলকাতা ও শহরতলিতে মাত্র ৫০ শতাংশ বাস চলছে। নবান্ন চাইছে ১০০ শতাংশ বাসই নামুক রাস্তায়। কিন্তু তা কার্যত অসম্ভব বলে মনে করছেন বাস মালিকরা। কারণ, অধিকাংশ বাসের সার্টিফিকেট অব ফিটনেস (সিএফ)-এর মেয়াদ শেষ হয়ে গিয়েছে। নতুন করে তা পুনর্নবীকরণ করতে গেলে মোটা টাকা জরিমানা দিতে হবে। করোনা আবহে কেন্দ্রীয় সরকার ডিসেম্বর পর্যন্ত সিএফ-এর উপর জরিমানা মকুবের পরামর্শ দিয়েছে। দেশের অধিকাংশ রাজ্য এই জরিমানা মকুব করলেও পশ্চিমবঙ্গ সরকার তা করেনি। লকডাউনের জেরে তিন-চার মাস সব বাসই (Bus) বসে ছিল। ফলে সিংহভাগ বাসের সিএফ হয়নি। নবান্ন (Nabanna) যতক্ষণ না সিএফ-এর জরিমানা মকুব করবে, ততদিন পুরোমাত্রায় বেসরকারি বাস রাস্তায় নামতে পারবে না। কারণ, সিএফ ছাড়া বাস রাস্তায় নামলেই পুলিস কেস দেবে। স্বভাবতই দুর্ভোগ আরও বাড়বে।

এ প্রসঙ্গে অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, লোকাল ট্রেন চালু হলে বাসের সংখ্যা বাড়বে। অর্থাৎ আগে যে বাস সারাদিনে তিন ট্রিপ চলত, তা বেড়ে পাঁচ বা ছ’ ট্রিপ হবে। তবে সমস্যার জায়গা ওই সিএফ। কারণ, এই অর্থনৈতিক সঙ্কটকালে মালিকদের জরিমানা খাতে ৩৫ থেকে ৪০ হাজার টাকা দিয়ে পুনর্নবীকরণ করার সামর্থ্য নেই। ফলে বাসের সংখ্যা কতটা বাড়বে, তা নিয়ে সন্দিহান রাহুলবাবু। একই সুর সিটি সুবার্বান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটু সাহার। তাঁর কথায়, বেসরকারি বাসের একটা বড় অংশের সিএফ ফেল রয়েছে।

রাজ্য সরকার এই জরিমানা মকুব করলে সর্বোচ্চ সংখ্যক গাড়ি রাস্তায় নামানো যাবে। পরিবহণ দপ্তর সূত্রের দাবি, বেসরকারি বাসের পাশাপাশি অটো, ট্যাক্সিকেও পূর্ণ মাত্রায় পথে নামাতে চাইছে সরকার। বুধবার থেকে গণপরিবহণের সঙ্গে যুক্ত এই দুই যানের উপর ভরসা রাখছে নবান্ন। যার মূল লক্ষ্য, ভিড় এড়াতেই সমস্ত গণপরিবহণ রাস্তায় নামুক। কারণ, ট্রেন চলাচল শুরু হলেই গ্রাম ও দূরবর্তী জেলা থেকে লক্ষ লক্ষ মানুষ কলকাতায় আসবেন। করোনা আবহে এই বাড়তি যাত্রীর চাপ সামলাতে তাই বেসরকারি পরিবহণের উপর নির্ভরশীল হতে হবে নবান্নকে। এদিকে, আজ কলকাতায় (Kolkata) পিভিডি দপ্তরের পাশাপাশি জেলাগুলিতে আঞ্চলিক পরিবহণ অফিসে গণপরিবহণ সচল রাখতে বৈঠক হবে বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Nabanna

আরো দেখুন