দেশ বিভাগে ফিরে যান

দেড় ঘণ্টাতেই জানা যাবে কোভিড টেস্টের ফল, নতুন টেস্ট কিট টাটা গোষ্ঠীর

November 11, 2020 | < 1 min read

কোভিড টেস্টের ফল জানতে দেরির মুশকিল আসান হতে চলেছে শীঘ্রই। দু’-তিন দিন নয়, মাত্র দেড় ঘণ্টাতেই জানা যাবে কোভিড টেস্টের চূড়ান্ত ফল। এমনই টেস্ট কিট (Test Kit) নিয়ে এল টাটা গোষ্ঠী। ডিসেম্বর থেকেই হাসপাতাল ও প্যাথলজিক্যাল ল্যাবগুলিতে এই টেস্ট করা যাবে বলে দাবি করেছেন টাটা মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক্সের সিইও গিরিশ কৃষ্ণমূর্তি।

সর্দি-কাশির সঙ্গে করোনার উপসর্গ রয়েছে। লালারসের নমুনা সংগ্রহ করে আরটিপিসিএমআর পদ্ধতিতে কোভিড টেস্টের (Covid Test) ফল আসতেই ২-৩ দিন লেগে যাচ্ছে। ফলে অনেক সময় বেড়ে যাচ্ছে অসুস্থতা। টাটার দাবি, তাঁদের কিট ডিসেম্বরে চলে এসেই এই দেরির সমস্যা মিটবে। সোমবার এই কিটের উদ্বোধন করে কৃষ্ণমূর্তি বলেন, সরকার অনুমোদিত এই টেস্টের চূড়ান্ত ফল পাওয়া যাবে ৯০ মিনিটের মধ্যেই।

সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই টাটার (Tata Group) চেন্নাইয়ের কারখানায় উৎপাদন শুরু হয়েছে এই কিটের। ডিসেম্বর থেকে যাতে সারা দেশে সাধারণ মানুষ এই টেস্ট করাতে পারেন, তার জন্য বিভিন্ন হাসপাতাল ও প্যালজিক্যাল ল্যাবগুলির সঙ্গে চুক্তির প্রক্রিয়া শুরু করেছে সংস্থা। কৃষ্ণমূর্তি জানিয়েছেন, চেন্নাইয়ের এই কারখানায় প্রতি মাসে ১০ লাখ কিট উৎপাদনের ব্যবস্থা রয়েছে।

কৃষ্ণমূর্তি এ দিন বলেন, ‘‘আমরা টেস্টিংকে আরও দক্ষ ও বিশ্বাসযোগ্য করে তুলেছি। এটা সহজসাধ্যও হবে। সবচেয়ে বড় বিষয় হল, এই টেস্টিং কিট পুরোপুরি ভারতীয় প্রযুক্তিতে তৈরি।’’ তবে এই পদ্ধতিতে টেস্টিং-এর খরচ কত হবে, সে বিষয়ে সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #tata group, #Coronavirus in India, #Covid Test

আরো দেখুন