বিহারে আবার নীতিশ সরকার, ১৬ নভেম্বর শপথ?
বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে সপ্তম বারের জন্য ১৬ নভেম্বর, সোমবার, শপথ নিতে পারেন নীতীশ কুমার। যদিও, এই নিয়ে চতুর্থ বার তিনি পূর্ণ মেয়াদের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন।
বিজেপি ও জনতা দল ইউনাইটেড (JDU)-এর বরিষ্ঠ নেতারা ইতিমধ্যে একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। সূত্রের খবর, আগামী সরকার গঠনের কর্মপদ্ধতি ঠিক করতে খুব শিগগিরই তাঁরা বৈঠকে বসবেন। যদিও, সেই বৈঠকের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। নীতীশ কুমারের নেতৃত্বে সরকার গঠনের দাবি নিয়ে কবে তাঁরা রাজ্যপালের কাছে যাবেন, তা স্থির করতে দু’দলের নেতার কথা বলছেন।
২৪৩ সদস্যের বিহার বিধানসভায় ১২৫টি আসন পেয়ে ক্ষমতায় এসেছে এনডিএ। নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও জেডি(ইউ) আশানুরূপ ফল করতে পারেনি। জেডি(ইউ)-এর থেকে অনেক বেশি আসন পায় বিজেপি। ফলে, নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হলেও মন্ত্রিসভার ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে বিজেপি অনেক বেশি সক্রিয় হবে বলেই মনে করা হচ্ছে।
দলীয় একটি সূত্রে খবর, নীতীশ কুমারের (Nitish Kumar) নতুন মন্ত্রিসভা কেমন হবে, তা নিয়ে বিজেপি ও জেডি(ইউ)-এর বরিষ্ঠ নেতারা প্রাথমিক কথাবার্তা শুরু করেছেন। ঠিক হয়েছে, মন্ত্রিত্ব বণ্টনের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এনডিএ’র নবনির্বাচিত বিধায়কেরা যৌথ বৈঠক বসবেন। বিজেপি, জেডি(ইউ) ছাড়াও শরিক HAM ও VIP-র প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকবেন। যৌথ বৈঠকের দিনক্ষণ সামনের কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত করবে এনডিএ নেতৃত্ব।
বিজেপির রাজ্য সভাপতি সঞ্জয় জয়সওয়াল ও বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডে বুধবার হিন্দুস্তানি আওয়াম মোর্চা (HAM)-র সুপ্রিমো জিতন রাম মাঝির বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাত্ করেন। নীতীশ সরকারে HAM-এর প্রতিনিধিত্ব নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়।
বিহারে ৭৪টি আসন পেয়ে এনডিএ জোটে বিজেপি একক বৃহত্তম দল হওয়ার পরেই বুধবার সকাল থেকে যে প্রশ্নটা নানা মহলে অবধারিত ভাবে ঘোরাফেরা করতে থাকে তা হল, নীতীশ কুমারই কি পরবর্তী মুখ্যমন্ত্রী? নাকি বিহারবাসী এ বার মুখ্যমন্ত্রী হিসেবে অন্য কাউকে পেতে চলেছেন? মঙ্গলবার রাতে নির্বাচনের ট্রেন্ড মোটামুটি স্পষ্ট হয়ে যাওয়ার পর এই প্রশ্নটা রাজ্য বিজেপি নেতৃত্বকে করেও, কোনও সদর্থক জবাব মেলেনি। তাই এদিন সকাল থেকেই বিহারের মুখ্যমন্ত্রী প্রশ্নে জল্পনা আরও চড়তে থাকে। বিশেষত, এনডিএ শরিকদের মধ্যেই নীতীশ কুমারের সাফল্য নিয়ে প্রশ্ন ওঠার পর। নীতীশ নয়, বিহারে এনডিএ’র জয়ে মোদী ম্যাজিকই দেখেছেন শরিকরা। বক্তব্য, নরেন্দ্র মোদীতেই বিহারবাসী আস্থা দেখিয়েছেন। বিজেপির সাফল্যের বিপরীতে জেডি(ইউ)-এর ভরাডুবিতে তাই এই প্রশ্নটা ওঠাই স্বাভাবিক। এ নিয়ে দিনভর চলা যাবতীয় জল্পনায় জল ঢেলে বিজেপি নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে নীতীশ কুমারই ফের বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এ নিয়ে বিজেপির মধ্যে কোনও যদি-কিন্তু নেই।
বিহারের উপ-মুখ্যমন্ত্রী, বর্ষীয়ান বিজেপি নেতা সুশীল কুমার মোদী বুধবার পটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘বিজেপির শীর্ষ নেতৃত্ব যখন জনগণের সামনে প্রতিশ্রুতি দিয়েছেন এনডিএ জিতলে নীতীশ কুমারই ফের বিহারের মুখ্যমন্ত্রী হবেন, সেখানে কোনও দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা নয়। কে কত বেশি আসনে জিতল, তাতে কিছু যায় আসে না। মুখ্যমন্ত্রিত্ব নিয়ে আমাদের মধ্যে কোনও যদি-কিন্তু নেই।’
আজ বিকেল ৪টের সময় নীতিশ কুমার সদ্য বিজয়ী বিধায়কদের সাথে দেখা করবেন।