১০০ দিনের কাজে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা
১০০ দিনের কাজের নিরিখে সবচেয়ে বেশি শ্রমদিবস তৈরি করে রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas)। চলতি অর্থবর্ষে তারা তিন কোটি শ্রমদিবস সৃষ্টি করতে সফল হয়েছে। গত বছরের তুলনায় তা অনেকটাই বেশি। বাকি জেলাগুলিকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে তারা। শুধু তাই নয়, এই জেলায় সবচেয়ে বেশি পরিবার ১০০ দিনের কাজ সম্পন্ন করে ফেলেছে। কত পরিবারকে ১০০ দিনের কাজ দেওয়া গিয়েছে, তার নিরিখেও রাজ্যে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই জেলায় ৩০ হাজারের বেশি পরিবার ১০০ দিনের কাজ (100 Days Work) সম্পন্ন করে ফেলেছে। পুজোর এক সপ্তাহ আগে ২ কোটি ৮৪ লক্ষের বেশি শ্রমদিবস (Working Days) সৃষ্টি করা হয়েছিল এই জেলায়। গত কয়েক সপ্তাহে সেই সংখ্যা বেড়েছে বলেই মনে করছেন কর্তারা। গত মাসে তা আড়াই কোটির কাছাকাছি ছিল। ওই মাসেই ২১ হাজার ২০০টি পরিবার ১০০ দিনের কাজ শেষ করে ফেলেছিল। ২০১৯-২০ অর্থবর্ষে সব মিলিয়ে ২ কোটি ৪৩ লক্ষ শ্রমদিবস সৃষ্টি করা হয়েছিল। এবার সেই লক্ষ্যমাত্রা অনেক আগেই ছাপিয়ে নতুন রেকর্ড করে ফেলেছে জেলা প্রশাসন। বলা ভালো, আম্পান (Amphan) পরবর্তী পরিস্থিতিতে শ্রমদিবস সৃষ্টি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আরও একটি তাৎপর্যপূর্ণ বিষয় হল, পরিবারপিছু অন্তত ৫০ শতাংশ সদস্যকে কাজ দিতে পেরেছে জেলা প্রশাসন। সে ক্ষেত্রে সিংহভাগ জেলাই তা দিয়ে উঠতে পারেনি। এছাড়াও ১০০ দিনের কাজের অন্যান্য বিভাগেও যথেষ্ট ভালো কাজ করছে এই জেলা। ক্ষেত্রে প্রথম পাঁচের মধ্যে রয়েছে তারা।