উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

আলিপুরদুয়ারে এখন সবুজ সাথীর সাইকেল পৌঁছে দেওয়ার হচ্ছে পড়ুয়াদের বাড়িতে

November 14, 2020 | 2 min read

লকডাউনে (Lock Down) বন্ধ ছিল স্কুল। থমকে ছিল পড়ুয়াদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিলির কাজ। এখন চলছে আনলক পর্ব। আটমাস পর এবার আলিপুরদুয়ারে অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তর ও ব্লক প্রশাসন বাড়ি বাড়ি গিয়ে মুচলেকা নিয়ে পড়ুয়াদের হাতে সেই সাইকেল পৌঁছে দিচ্ছে। প্রশাসনের এই উদ্যোগে খুশি জেলার স্কুলগুলির পড়ুয়া ও তাদের অভিভাবকরা। বছর শেষ হওয়ার আগে ডিসেম্বর মাসের মধ্যেই জেলার নবম শ্রেণীর ২২ হাজার ২৯৮ জন ছাত্রছাত্রীর হাতে এই সাইকেল তুলে দেবে প্রশাসন। ইতিমধ্যেই আলিপুরদুয়ার-১ ও ফালাকাটা ব্লক দিয়ে সবুজ সাথীর সাইকেল বিলির কাজ শুরু হয়েছে। তবে আলিপুরদুয়ার-২, কুমারগ্রাম, কালচিনি ও মাদারিহাট ব্লকের পড়ুয়াদের জন্য সাইকেল এখনও জেলায় এসে পৌঁছয়নি।

আলিপুরদুয়ার (Alipurduar) জেলার অতিরিক্ত জেলাশাসক শ্রুতিরঞ্জন মহান্তি বলেন, জেলার দু’টি ব্লকে পড়ুয়াদের সাইকেল বিলির কাজ প্রায় শেষ হয়েছে। বাকি চারটি ব্লকের পড়ুয়াদের সাইকেলও দ্রুত জেলায় পৌঁছে যাবে। তখন ওই চারটি ব্লকের পড়ুয়াদের বাড়িতেও যত তাড়াতাড়ি সম্ভব, সাইকেল পৌঁছে দেওয়া হবে।

তফসিলি জাতি, উপজাতি ও ওবিসি সহ সমস্ত সম্প্রদায়ের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল (Sabooj Sathi Cycle) দিচ্ছে রাজ্য সরকার। করোনা পরিস্থিতির কারণে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে লকডাউন শুরু হওয়ায় বন্ধ হয়ে যায় স্কুল-কলেজ। ফলে চলতি বছরে সবুজ সাথী প্রকল্পে প্রশাসন স্কুলগুলির পড়ুয়াদের মধ্যে সাইকেল বিলির কাজই করতে পারেনি। আনলক পর্বে প্রশাসন এবার সাইকেল বিলির কাজ শুরু করেছে। স্কুল বন্ধ থাকায় জেলা অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তর, ব্লক প্রশাসনের কর্মী ও স্কুল কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে প্রত্যন্ত বর্ধিষ্ণু এলাকার পড়ুয়াদের বাড়িতে গিয়ে মুচলেকা নিয়ে সাইকেল পৌঁছে দিয়ে আসছে।

অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তরের জেলা আধিকারিক নির্মাল্য ঘরামী আলিপুরদুয়ার থেকে হুগলিতে বদলি হয়েছেন। হুগলিতে যাওয়ার আগে তিনি বলেন, করোনার জন্য পড়ুয়াদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল এতদিন বিলি করা যায়নি। এবার পড়ুয়াদের বাড়িতেই তা পৌঁছে দেওয়া হচ্ছে।

অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলার ছ’টি ব্লকের মধ্যে আলিপুরদুয়ার-১ ব্লকে ১৭৭০ জন ছাত্র ও ১৬৪৪ জন ছাত্রী সাইকেল পাবে। আলিপুরদুয়ার-২ ব্লকে সাইকেল পাবে ১৬৪৯ জন ছাত্র ও ১৭৯৭ জন ছাত্রী। আলিপুরদুয়ার পুর এলাকায় পাবে ৪৯১ জন ছাত্র ও ৫৩২ জন ছাত্রী। ফালাকাটায় পাবে ২৩১১ জন ছাত্র ও ২৪৬৮ জন ছাত্রী। একইভাবে কালচিনিতে সাইকেল দেওয়া হবে ১৫৬৯ জন ছাত্র ও ১৭৪৯ জন ছাত্রীকে। কুমারগ্রামে সাইকেল পাবে ১৫৪২ জন ছাত্র ও ১৫৯৮ জন ছাত্রী। আর মাদারিহাটে সাইকেল পাবে ১৪৮৯ জন ছাত্র ও ১৭৬৯ জন ছাত্রী।  

TwitterFacebookWhatsAppEmailShare

#alipurduar, #Sabooj Sathi Prakalpa

আরো দেখুন