‘অপু বিদায় নিলেন’, টুইট করলেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতেই অভিনেতার মৃত্যুর এই বেদনাদায়ক ঘোষণা করেন তাঁর কন্যা পৌলোমী চট্টোপাধ্যায়।

চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chattopadhyay)। কিংবদন্তীকে শেষবারের জন্যে দেখতে নার্সিংহোম গিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য নিয়েছিল অভিনেতার চিকিৎসার সমস্ত দায়িত্বভার। ৪০ দিনের এই অক্লান্ত প্রচেষ্টাতেও হল না শেষরক্ষা। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতেই অভিনেতার মৃত্যুর এই বেদনাদায়ক ঘোষণা করেন তাঁর কন্যা পৌলোমী চট্টোপাধ্যায়।
এই প্রবীণ অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, ” ফেলুদা আর নেই। অপু বিদায় নিলেন। তিনি ছিলেন একজন কিংবদন্তী। আন্তর্জাতিক, ভারতীয় এবং বাংলা সিনেমা এক বড় সম্পদ হারালো। বাংলা সিনেমা জগৎ তার অবিভাবক হারালো।”