বিনোদন বিভাগে ফিরে যান

‘অপু’কে হারিয়ে মন কাঁদছে অভিনয় জগতের

November 15, 2020 | 2 min read

অপুকেও হার মানতে হল। রবিবারের দুপুরে শেষ বারের জন্যে নিঃশ্বাস ফেললেন সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। আশঙ্কা ছিলই মহীরুহ পতনের, আশঙ্কা সত্যি হল। আলোর উৎসবের মাঝেই বাঙালির জীবনে নেমে এল অন্ধকার। বিদায় ফেলুদা। আর সৌমিত্রের প্রয়াণের পরই স্বজন হারানোর বেদনা অনুভব করলেন টলিউড থেকে বলিউডের শিল্পীরা। অভিনেতা মনোজ বাজপেয়ী বলেছেন, এ এক বিরাট ক্ষতি। আপনার আত্মার শান্তি কামনা করি স্যার। ভারতীয় সিনেমা জগতে আপনার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। আপনি প্রজন্মের পর প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন।

সৌমিত্রের প্রথম নায়িকা শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) জানিয়েছেন, ‘অভিভাবক চলে গেল। আর কিছু বলার মতো অবস্থাতেই নেই আজ।’অপু অপরাজিতকেও হার মানতে হল। রবিবারের দুপুরে শেষ বারের জন্যে নিঃশ্বাস ফেললেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আশঙ্কা ছিলই মহীরুহ পতনের, আশঙ্কা সত্যি হল। আলোর উৎসবের মাঝেই বাঙালির জীবনে নেমে এল অন্ধকার। বিদায় ফেলুদা। আর সৌমিত্রের প্রয়াণের পরই স্বজন হারানোর বেদনা অনুভব করলেন টলিউড থেকে বলিউডের শিল্পীরা। অভিনেতা মনোজ বাজপেয়ী বলেছেন, এ এক বিরাট ক্ষতি। আপনার আত্মার শান্তি কামনা করি স্যার। ভারতীয় সিনেমা জগতে আপনার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। আপনি প্রজন্মের পর প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন। সৌমিত্রের প্রথম নায়িকা শর্মিলা ঠাকুর জানিয়েছেন, ‘অভিভাবক চলে গেল। আর কিছু বলার মতো অবস্থাতেই নেই আজ।’

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) ছোট্ট বার্তা, ভালো থেকো। একই কথা লিখেছেন মিমি চক্রবর্তীও। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছেন, ‘এই বছরটা একে একে সব কেড়ে নিচ্ছে। অভিভাবক, কিংবদন্তি, ছোটবেলা, নস্টালজিয়া, সব, সব কিছু। কী নিষ্ঠুর বছরটা!’

অভিনেতা তথা সাংসদ দেবের (Dev) স্মৃতিচারণ, ‘তুমি যেখানেই থেকো ভালো থেকো, তোমাকে খুব মিস করব ছানা দাদু।’ পরিচালক রাজ চক্রবর্তীর কথায়, ‘বাংলা সিনেমা জগতের অপূরণীয় ক্ষতি। চলে গেলেন কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়। ওঁনার আত্মার শান্তি কামনা করি। বাংলার প্রত্যেক ঘরে ও বাঙালির হৃদয়ে আপনি চিরকাল থাকবেন।

বাংলায় ট্যুইট করে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি লেখেন, ‘শ্রী সৌমিত্র চট্টোপাধায়ের প্রয়াণ চলচ্চিত্র জগত, পশ্চিমবঙ্গ সহ ভারতের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক অপূরণীয় ক্ষতি। তাঁর কাজের মধ্যে বাঙালির চেতনা, ভাবাবেগ ও নৈতিকতার প্রতিফলন পাওয়া যায়। তাঁর প্রয়াণে আমি শোকাহত। শ্রী চট্টোপাধ্যায়ের পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওঁ শান্তি ।’

বাংলায় ট্যুইট করেছেন অমিত শাহও (Amit Shah)। কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী লিখেছেন, ‘প্রবাদপ্রতিম সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে অত্যন্ত ব্যথিত। বাংলা চলচ্চিত্রকে এক নতুন উচ্চতায় তুলে নিয়ে যাওয়া এক অসাধারণ অভিনেতা। সৌমিত্র-দা’র মৃত্যুতে ভারতীয় সিনেমা এক রত্নকে হারালো। ওঁনার অসংখ্য অনুগামী ও পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। ওঁ শান্তি, শান্তি, শান্তি।’

পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতার কন্যা। শোকবার্তায় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, ‘বাংলার তথা ভারতের চলচ্চিত্র জগতের কিংবদন্তী নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের ছেড়ে চলে যাওয়ায় বাংলার সকল মানুষের হয়ে আমি আমাদের গভীর মর্মবেদনা প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৫ বছর। যে প্রতিভাবান মানুষদের জন্য বিশ্বের দরবারে আমরা প্রতিনিধিত্ব পেয়েছি, সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁদের মধ্যে অগ্রগণ্য ছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Soumitra Chatterjee

আরো দেখুন