সৌমিত্রের প্রয়াণে শোকবার্তা পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা

রবিবার দুপুর ১২টা ১৫ মিনিটে বেলভিউ নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলার প্রবাদপ্রতিম অভিনেতা।

November 15, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) প্রয়াণে শোকস্তব্ধ আপামর বাঙালি থেকে সিনেমাপ্রেমী, সংস্কৃতিমনস্ক সকল মানুষ।

শুধু বাংলার মানুষই নয়, সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ দেশ। সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণের খবর পৌঁছতেই শোকে বিহ্বল ওপার বাংলার মানুষও। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় শেখ হাসিনা (Sheikh Hasina) বলেন, ‘‌প্রতিভাবান এই শিল্পীর মৃত্যুতে অভিনয় জগতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হল।’‌ তিনি আরও বলেন, ‘‌সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁর সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’‌ একইসঙ্গে এদিন প্রধানমন্ত্রী প্রয়াত অভিনেতার আত্মার শান্তি কামনা করেন ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রবিবার দুপুর ১২টা ১৫ মিনিটে বেলভিউ নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলার প্রবাদপ্রতিম অভিনেতা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen