বিবিধ বিভাগে ফিরে যান

ঘরে বসেই আপডেট করুন আধার কার্ড

March 11, 2020 | < 1 min read

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ৩১শে মার্চের মধ্যে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক।
যাদের ইতিমধ্যেই আধার কার্ডের সাথে ফোন নম্বর লিঙ্ক করা আছে তারা ঘরে বসেই অনলাইনে আধার আর প্যান কার্ড লিঙ্ক করে নিতে পারবেন। তার সাথে আধার কার্ডে যদি কিছু ভুল থাকে যেমন অভিভাবকের নামের বানান, ঠিকানা ইত্যাদি নিজেই ঠিক করতে পারবেন বাড়ি বসে।

এক নজরে দেখে নিন কিভাবে আপডেট করবেন আপনার আধার কার্ড:

প্রথম ধাপঃ গুগলে সার্চ বারে টাইপ করুন ‘Aadhar Self Service Update Portal’

দ্বিতীয় ধাপঃ আপনার আধার কার্ডের নম্বরটি বসান ও ক্যাপচা কোড দিয়ে সেন্ড ওটিপি করুন।

তৃতীয় ধাপঃ রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি এলে সেটা বসিয়ে লগ ইন করুন।

চতুর্থ ধাপঃ ‘আপডেট অ্যাড্রেস ভায়া অ্যাড্রেস প্রুফ’ অপশনে ক্লিক করুন তারপরে অভিভাবকের নাম ও ঠিকানা দিন। শেষে প্রিভিউতে ক্লিক করুন।

পঞ্চম ধাপঃ প্রিভিউ ঠিকঠাক থাকলে কনফর্ম বক্সে ক্লিক করে সাবমিট করুন।

ষষ্ঠ ধাপঃ ডকুমেন্টস আপলোড অপশানটিতে গিয়ে স্ক্যান করে আপলোড করে দিন প্যান কার্ড এবং প্রয়োজনীয় অন্যান্য ডকুমেন্টের সেলফ অ্যাটাস্টেড সফট কপি। তারপরে সাবমিট করুন।

এসবকিছু আপডেট করে দিলেই আপনি পেয়ে যাবেন আপনার আধার কার্ড আপডেট রিকোয়েস্ট নম্বর।

ব্যাস এই নম্বর দিয়েই ট্র্যাক করতে থাকুন আপনার আপডেট রিকোয়েস্ট স্ট্যাটাস।

TwitterFacebookWhatsAppEmailShare

#Adhaar Self Service Update Portal, #Adhaar Card

আরো দেখুন