দেশ বিভাগে ফিরে যান

ঘরে বসেই দেখে নিন ভোটার লিস্টে আপনার নাম আছে কি না

March 11, 2020 | < 1 min read

সামনেই পুরভোট। ২০২১ সালে রাজ্যের বিধানসভা ভোট। ইতিমধ্যেই নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন করার কাজ সম্পন্ন করেছে। ঘরে বসেই অনলাইনে দেখে নিন ভোটার লিস্টে আপনার নাম এসেছে কি না।

জেনে নিন পদ্ধতিঃ

১। স্টেট ইলেকশান কমিশনের ওয়েব সাইটে যান।

২। এই ওয়েবসাইটের হোমপেজে ভোটার লিস্টের একটি লিঙ্ক পাবেন। সেটায় ক্লিক করুন। একটি পিডিএফ ফাইল খুলবে।

৩। সেই ফাইলে আপনি দেখতে পাবেন রাজ্য ভিত্তিক ইলেক্টোরাল রোল। আপনার নিজের রাজ্যের নামে ক্লিক করুন।  

৪। সেই লিঙ্কে ক্লিক করলেই একটি ট্যাব খুলে যাবে। সেখানেই আপনি ভোটার লিস্টে আপনার নাম খুঁজতে পারবেন আপনার ভোটার আইডি নম্বর বা পুরো নাম লিখে।

৫। ভোটার আইডি নম্বর বা পুরো নাম লিখে সার্চ বোতামটিতে ক্লিক করুন।

৬। আপনার নাম যদি ভোটার লিস্টে থাকে তাহলে তা ভেসে উঠবে স্ক্রীনে।

৭। একবার মিলিয়ে দেখে নিন যে আপনার দেওয়া সব তথ্য

TwitterFacebookWhatsAppEmailShare

#Voter Card, #Voter list, #Election Commision of India, #Municipal Election

আরো দেখুন