ইডির চিঠি আসতেই ‘অসুস্থ’ মুকুল

সেখান থেকে ফেরার পথেই অসুস্থ অনুভব করেন এবং হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

November 19, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

হাসপাতালে ভর্তি বিজেপি নেতা মুকুল রায়। বুধবার হঠাত করেই অসুস্থ বোধ করেন তিনি। এরপর রাতেই হাসপাতালে ভর্তি করা হয় মুকুল রায়কে। তবে চিন্তার কিছু নেই বলে জানা গিয়েছে। তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রেখেছেন ডাক্তাররা। জানা গিয়েছে, বুধবার দলীয় এক কর্মসূচিতে যোগ দেন মুকুল রায়। সেখান থেকে ফেরার পথেই অসুস্থ অনুভব করেন এবং হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

কিন্তু সঠিক ভাবে তাঁর কি হয়েছে তা এখনও জানা যায়নি। তবে গত কয়েকদিন আগেই মুকুল রায়কে চিঠি দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও তিনি কোনও চিঠি পাননি বলেই জানিয়েছিলেন। তবে তদন্তে সবরকম সাহায্য করবেন বলে জানিয়েছেন মুকুল রায় (Mukul Roy)।

জানা যায়, ইডির (ED) চিঠিতে জানতে চাওয়া হয়েছে তাঁর স্ত্রী-য়ের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হাসপাতাল থেকে ইমেলের মাধ্যমে কিছু ব্যাংক স্টেটমেন্ট পাঠিয়ে দিয়েছেন মুকুল রায়। তবে এখনও অনেক তথ্য দেওয়া বাকি বলেই জানা গিয়েছে।

উল্লেখ্য, সামনেই বিধানসভা নির্বাচন। বাংলায় পাখির চোখ বিজেপির (BJP)। বিহারে এক্সিট পোলের পূর্বাভাস যথেষ্ট চিন্তার ভাঁজ ফেলেছে মোদী-নিতিশের কপালে। রাজনৈতিকমহলের মতে, এই অবস্থায় সর্বশক্তি দিয়ে বাংলার নির্বাচনে ঝাঁপাবে বিজেপি। তাঁর কিছুটা ইঙ্গিত মিলছে…!

গত কয়েকদিন আগেই বাংলায় দুদিনের সফরে ঘুরে গিয়েছেন অমিত শাহ। আর তিনি দিল্লি ফিরতেই বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বকে জরুরি তলব করা হয়। আর তা পেয়েই দিল্লি উড়ে যান দিলীপ ঘোষ, মুকুল রায়রা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen