দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

বিধিনিষেধের সত্ত্বেও জমজমাট জগদ্ধাত্রী পুজো

November 22, 2020 | < 1 min read

আজ, রবিবার, জগদ্ধাত্রী পুজোর অষ্টমী। আয়োজনের বাহুল্য না থাকলেও পুজো শেষ পর্বের প্রস্তুতি নিয়ে টানটান উত্তেজনা চন্দননগরে। শুক্রবার দিনভর সেই উত্তেজনার আঁচ মিলেছে। কোথাও প্রতিমায় শেষ তুলির টানের ব্যস্ততা কোথাও বা মণ্ডপসজ্জার খুঁটিনাটি আর একবার দেখে নেওয়া। দিনভর সরগরম ছিল চন্দননগর (Chandannagar)। শেষবেলায় ঘটপুজোর সিদ্ধান্ত বদল করে মৃন্ময়ী প্রতিমা তৈরির চেষ্টাও দেখা গিয়েছে একটি পুজো কমিটিতে। সেইসঙ্গে মায়াময় আলোকসজ্জায় শুক্রবার রাতেই সেজে উঠেছে শহর। চন্দনগর ও ভদ্রেশ্বর মিলিয়ে গতবারের মতো নথিভুক্ত ১৭১টি পুজোর আয়োজন হয়েছে। তার মধ্যে ১৩টি পুজো কমিটি ঘটপুজো করছে।

পুলিসকর্তাদের প্রস্তুতি নিয়ে ঘোষণার পর শুক্রবার পুজোর কেন্দ্রীয় কমিটি তাদের বিধিনিষেধের ঘোষণা করেছে। আগেই একাধিক বিধিনিষেধ আরোপ করেছিল পুলিস। এবার জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja) কেন্দ্রীয় কমিটি পুজোকে কেন্দ্র করে মেলার আয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করল। এছাড়াও প্রায় ২৪ দফা নিষেধাজ্ঞা পুজো কমিটিগুলি পালন করছে বলেও কেন্দ্রীয় কমিটি জানিয়েছে। পুলিসের যাবতীয় নিষেধাজ্ঞা মানলেও বিসর্জন নিয়ে ভিন্নমত আছে কেন্দ্রীয় কমিটির। সেই বিষয়ে পুলিসকর্তাদের সঙ্গে পৃথকভাবে কথা বলা হবে। কেন্দ্রীয় পুজো কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ বলেন, সমস্ত সরকারি বিধি মেনে পুজোর আয়োজন হচ্ছে। ১৫ জনকে নিয়ে বিসর্জন করা কঠিন। এব্যাপারে আমরা পুলিসকর্তাদের কাছে বিকল্প প্রস্তাব দেব।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Jagadhatri Puja 2020

আরো দেখুন