শর্ত সাপেক্ষে খোলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি রাজ্যের
ঘটনাচক্রে শনিবারই শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী কৌশিকী চক্রবর্তী এক সাক্ষাৎকারে বলেছিলেন, উন্মুক্তস্থানে অনুষ্ঠান এবং লাইভ স্ট্রিমিংয়ের মধ্যে দিয়েই ঘুরে দাঁড়াতে পারে ইন্ডাস্ট্রি। শনিবার বিকেলে মুখ্যসচিবের ওই ঘোষণার পর কৌশিকীর বক্তব্য, ‘‘আমি খুব খুশি। আমি আমাদের শিল্পী সমাজের সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যা বলেছিলাম, তার পর এত দ্রুত ফল মিলবে আশা করিনি। নিশ্চয়ই আমাদের সবার পক্ষ থেকে যে কথা বলেছিলাম, তা কোথাও একটা পৌঁছেছে। তাই এই সিদ্ধান্ত।’’ সঙ্গে তাঁর সংযোজন, ‘‘গান-বাজনা যাঁরা করেন, তাঁদের সঙ্গে অসংখ্য মানুষ যুক্ত। যাঁরা স্টেজ সাজান, সাউন্ড করেন, আলোর কাজ করেন এমন অসংখ্য মানুষের কথা অবিলম্বে ভাবা প্রয়োজন। সেটাই হয়েছে বলে সত্যি ভাল লাগছে।’’
জাতীয় পুরস্কারজয়ী শিল্পী রূপঙ্কর বাগচী বলেন, ‘‘এই শীতের সময়েই আমাদের অনুষ্ঠান বেশি হয়। সে ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর (Chief Minister) এই নির্দেশে সারা শিল্প জগৎ স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওঁকে ধন্যবাদ।’’
সামাজিক দূরত্ব বজায় রেখে ইতিমধ্যেই মুক্ত মঞ্চে (Open Air theatre) বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান করেছেন লোপামুদ্রা মিত্র। তিনি অনেক দিন থেকেই খোলা মঞ্চে, হলে করোনার যাবতীয় নিয়ম মেনে সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছিলেন। সেই আশা পূর্ণ হওয়ায় খুশি তিনি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে তিনি বললেন, ‘‘জয় হোক গান, বাজনা, নাটক, যাত্রার সব শিল্পীর। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। তবে শুধু মুখ্যমন্ত্রী নয়, হল খুললে উদ্যোক্তা আর শ্রোতাদের এগিয়ে আসতে হবে।’’
জাতীয় পুরস্কারজয়ী গীতিকার-সুরকার-গায়ক অনুপম রায়ের গলাতেও উচ্ছ্বাস। তিনি বললেন, ‘‘আমরা মঞ্চে (Auditorium) যাওয়ার জন্য তৈরি। শুধু ডাকের অপেক্ষায়।’’
খুশি আর এক জাতীয় পুরস্কারজয়ী শিল্পী ইমন চক্রবর্তীও। তিনি বললেন, ‘‘মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই শিল্পীদের জীবিকার ক্ষেত্র খুলে দেওয়ার জন্য। তবে অনেক সময় অনুষ্ঠানের আমন্ত্রণ পেলেও পুলিশ অনুমতি দেয় না। আশা করি এই সমস্যা আর হবে না।’’
প্রশাসন যাতে শিল্পীদের অনুষ্ঠানের পথে বাধা হয়ে না দাঁড়ায়, তার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ করেছে রাজ্য সরকার। মুখ্যসচিব জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ভিডিয়ো কনফারেন্সে কথা বলেছেন নগরপাল, রাজ্যের ডিজি-সহ সমস্ত পুলিশ আধিকারিকের সঙ্গে। রাজ্য সরকার-নির্দিষ্ট নিয়মাবলী মেনে শিল্পীরা অনুষ্ঠান করতে চাইলে যেন তাঁরা পাশে পান প্রশাসনকে।