রবিবারই বাঁকুড়ায় পৌছালেন মমতা, জেনে নিন নতুন সফরসূচি
জেলা সফরসূচিতে শেষ মুহূর্তে রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বাঁকুড়া (Bankura) যাওয়ার কথা ছিল তাঁর। সেদিন সেখানে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক এবং পরেরদিন অর্থাৎ মঙ্গলবার জনসভার কথা ছিল। বৃহস্পতিবার পর্যন্ত সেখানে থাকার কথা ছিল। কিন্তু রাতারাতিই এই সূচি বদলে গিয়েছে।
রবিবার বিকেলেই বাঁকুড়া পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। রাতে থাকবেন মুকুটমণিপুরে সেচদপ্তরের বাংলোয়। এরপর সোমবার জনসভা করবেন। মঙ্গলবার প্রশাসনিক বৈঠক, বুধবার আরও একটি জনসভা সেরে কলকাতায় ফিরে আসতে পারেন মুখ্যমন্ত্রী। রবিবার বেলার দিকেই এই সূচি বদল করে তিনি রওনা দেন বাঁকুড়ার উদ্দেশে।
মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফরের নতুন সূচি অনুযায়ী, সোমবার দুপুর ১টা নাগাদ খাতড়ার সিধো-কানহো স্টেডিয়ামে জনসভা করবেন। মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ বাঁকুড়ার রবীন্দ্রভবনে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বসবেন পর্যালোচনা বৈঠকে।
আগে এটি হওয়ার কথা ছিল খাতড়ার গুরুসদয় স্টেডিয়ামে। এরপর বুধবার বাঁকুড়া ১ নং ব্লকের শুনুকপাহাড়ি হাট ময়দানে দলীয় সভা করার কথা। এছাড়া জেলার দলীয় নেতৃত্বের সঙ্গেও আলোচনার সূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। তাঁর সফর ঘিরে তাই প্রস্তুতি তুঙ্গে জেলায়।
এই মুহূর্তে পর্যটনের মরশুম শুরু। মুকুটমনিপুর-সহ বাঁকুড়ার নানা জায়গায় পর্যটকদের আনাগোনা লেগেই রয়েছে। হোটেলগুলিই পূর্ণ। মুখ্যমন্ত্রীর সফরকালীন তাঁদের যেন কোনও সমস্যা না হয়, সেদিকেও নজর ছিল তাঁর। সেইমতো স্বরাষ্ট্র দপ্তরের তরফেও আশ্বস্ত করা হয়, পর্যটকদের এ বিষয়ে বিচলিত হতে হবে না।