শাহ–শ্রীনিবাসনের নির্দেশেই কাজ হয় ভারতীয় ক্রিকেট বোর্ডে! বিস্ফোরক রামচন্দ্র
শ্রীনিবাসন (Sreenivasan) আর শাহ (Amit Shah) ভারতীয় ক্রিকেট বোর্ড পরিচালনা করছেন। বর্তমানে ভারতীয় ক্রিকেটে স্বজনপোষণ চলছে। রঞ্জি ট্রফি খেলা ক্রিকেটররা ঠিক সময়ে পারিশ্রমিক পাচ্ছেন না। নতুন বই ‘দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট: আ লাইফলং লাভ অ্যাফেয়ার উইথ দ্য মোস্ট সাটল অ্যান্ড সফিস্টিকেটেড গেম নোন টু হিউম্যানকাইন্ড’–তে লিখলেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ (Ramchandra Guha)। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকেও আক্রমণ করেছেন কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস–এর প্রাক্তন সদস্য।
বিসিসিআই(BCCI)–এর প্রশাসনিক কাজকর্মে স্বচ্ছতা আনতে ২০১৭ সালের জানুয়ারিতে চার সদস্যের প্রশাসক কমিটি গঠন করে শীর্ষ আদালত(Supreme Court)। সেই কমিটির অন্যতম সদস্য ছিলেন রামচন্দ্র। তবে পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সরে দাঁড়িয়েছেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এখন ভারতীয় ক্রিকেট পরিচালনা করছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের বোর্ডগুলি পরিচালনা করছেন কারওর মেয়ে বা কারওর ছেলে। বোর্ডে ষড়যন্ত্র ও স্বজনপোষণ চলছে। রঞ্জি ট্রফির খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে অনেক দেরি হচ্ছে। বোর্ডে যে সংস্কার হবে বলে আশা করা হয়েছিল, সেটা হয়নি।’
বইতে ভারতীয় ক্রিকেক দলের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমান বোর্ড সভাপতি সৌরভের (Sourav Ganguly) উদ্দেশে বলেন, ‘বোর্ডের প্রধান হওয়ার পরেও ক্রিকেট ফ্যান্টাসি গেমের প্রচার করছেন সৌরভ। ভারতীয় ক্রিকেটারদের অর্থের লোভ সাঙ্ঘাতিক। একটু বাড়তি অর্থের জন্য সৌরভ কেন এসব করবেন?’