রাজ্য বিভাগে ফিরে যান

হাতে টাকা এলেই পুরোহিত ভাতা দ্বিগুণ করা হবে: মমতা

November 24, 2020 | < 1 min read

মাসদুয়েক আগেই পুরোহিত ভাতার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata Banerjee)। সেইমতো পুজোর মাস থেকে ভাতা দেওয়া হচ্ছে। এবার মুখ্যমন্ত্রী জানালেন, সেই ভাতার অঙ্কটা দ্বিগুণ করারও পরিকল্পনা চলছে।

বাঁকুড়ার খাতড়ার সিধু কানহু স্টেডিয়ামে সরকারি প্রকল্প প্রদান কর্মসূচিতে যান মুখ্যমন্ত্রী। সেখানে তৃণমূল কংগ্রেস সরকারের ‘কাজ’-এর খতিয়ান দিতে গিয়ে মমতা জানান, রাজ্যের হতদরিদ্র পুরোহিতদের পরিস্থিতি বিবেচনা করে ভাতা চালু করা হয়েছে। তাতে কোনও বয়সের মাপকাঠি নির্ধারণ করা হয়নি বলেও জানান। মমতা বলেন, ‘রাজ্যের পুরোহিত পরিকল্পনা – পুরোহিত কল্যাণ, আমরা এখানে কোনও বয়সের মাপকাঠি রাখছি না। যাঁরা পুরোহিত আছেন, তাঁরা অ্যাপ্লিকেশন করবেন। যাঁরা ২৪ ঘণ্টা পুরোহিতগিরি করেন, অন্য কোনও কাজ করেন না, অনেক সময় তাঁদের কাজ থাকে না। তাঁদের কষ্ট হয়। তাঁদের জন্য একটা ভাতা করা হয়েছে।’

পরে তিনি জানান, রাজ্যের হাতে এখন টাকার অভাব আছে। হাতে টাকা এলেই সেই ভাতার অঙ্ক বাড়িয়ে দ্বিগুণ করা হবে। মমতা বলেন, ‘যদিও এই ভাতাটা আমরা (মাসিক) ১,০০০ টাকা করেছি। আমরা চেষ্টা করব, আমার টাকার একটু সাশ্রয় হলে এটাকে আমি (মাসিক) ২,০০০ টাকা করে দেব।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Purohit Bhata, #Mamata Banerjee

আরো দেখুন