এবার নুসরতের নিশানায় শাহ, মালব্য
অমিত শাহের (Amit Shah) ছেলে জয় শাহের কোম্পানির আয় বেড়েছে ১৫ হাজার গুণ। এই তথ্যের প্রমাণ হিসেবে তিনি একটি সংবাদ মাধ্যমের লিঙ্কও শেয়ার করেন
November 24, 2020
|
< 1 min read
Published by: Drishti Bhongi

আজ কিছুক্ষণ আগে ফেক নিউজ প্রসিদ্ধ অমিত মালব্য (Amit Malaviya) একটি ট্যুইট করেন মনগড়া তথ্য দিয়ে যে বাংলায় একমাত্র একটি পরিবারের আয় বেড়েছে গত ৯ বছরে। এরই বিরুদ্ধে গর্জে উঠলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। তিনি ঐ ট্যুইটটিকে কোট ট্যুইট করে বলেন, অমিত মালব্য এই প্রথম একটি সত্যি কথা বলে ফেলেছেন।
নুসরত (Nusrat Jahan) বলেন, তিনি ঠিকই বলেছেন। গত কয়েক বছরে মাত্র একটি পরিবারের আয় বেড়েছে। অমিত শাহের (Amit Shah) ছেলে জয় শাহের (Joy Shah) কোম্পানির আয় বেড়েছে ১৫ হাজার গুণ। এই তথ্যের প্রমাণ হিসেবে তিনি একটি সংবাদ মাধ্যমের লিঙ্কও শেয়ার করেন।