রাজ্য বিভাগে ফিরে যান

২০২১-এ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সিলেবাস কমানো হল ৩০-৩৫%

November 25, 2020 | < 1 min read

আজ সাংবাদিক সম্মেলন করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। স্কুল খোলার বিষয়ে তিনি বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠানগুলো ভালো করে স্যানিটাইজ করা হবে খোলার আগে।

কোভিড, পরিস্থিতির জন্য ইস্কুল বন্ধ থাকার দরুন ক্লাস করানো হয়েছে অনলাইনে, দূরাভাষে বা পোর্টালের মাধ্যমে। এবার উচ্চশিক্ষা ও মধ্যশিক্ষা পর্ষদের সুপারিশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সিলেবাস কমানো হল ৩০-৩৫%।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) সম্প্রতি বাংলাকে কাশ্মীর বলেন। সেই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের মহাসচিবও, বলেন, রাজনৈতিক বিভেদ থাকতে পারে, কিন্তু বাংলাকে উনি অপমান করতে পারেন না। ওনার মাথার রোগ আছে, দেখাতে হবে। ওনার সুস্থতা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে।

তিনি আরও বলেন, রাজ্যপালের কাজ বিজেপির (BJP) অফিস পরিচালনা করা। নিজের সাংবিধানিক পদকে কালিমালিপ্ত করা। কিভাবে সংবাদের শিরোনামে থাকবে তার চেষ্টা করছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#examination, #Partha Chattejee

আরো দেখুন