গুগল পে -এর মাধ্যমে টাকা পাঠাতে গেলে দিতে হবে শুল্ক?
ডিজিট্যাল পেমেন্ট প্ল্যাটফর্ম গুগল পে (Google Pay) ব্যবহার করে এবার টাকা পাটাতে গেলেই দিতে হবে নির্দিষ্ট শুল্ক, অন্তত এমনটাই শোনা যাচ্ছে ৷ জানুয়ারি ২০২১ থেকে গুগল পে পিয়ার টু পিয়ার পেমেন্টের সুবিধা বন্ধ করতে চলেছে ৷ এর বদলে সংস্থার পক্ষ থেকে এমন একটি সুবিধা দেওয়া হবে যাতে টাকা পাঠালেই তৎক্ষণাৎ পেয়ে যাবেন ৷ ফলত টাকা পাঠাতে গেলেই ধার্য করা চার্জ দিতেই হবে ৷ তবে সংস্থার পক্ষ থেকে এখনও জানানো যে ঠিক কত টাকা দিতে হবে ৷
গুগল পে এখন শুধুই মোবাইল বা pay.google.com থেকে টাকা পয়সা পাঠানোর সুবিধা প্রদান করে ৷ তবে সংস্থার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে ওয়েব অ্যাপটি বন্ধ হচ্ছে ৷ ২০২১ জানুয়ারি থেকে pay.google অ্যাপের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন না ৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এর জন্য গুগল পে ব্যবহার করতে হবে ৷
গুগল সাপোর্ট পেজের মাধ্যমে ঘোষণা করেছে বর্তমানে ডেবিট কার্ডের সাহায্যে টাকা পাঠাতে গেলে ১.৫ শতাংশ বা ০.৩১ ডলার শুল্ক দিতে হয় ৷ Instant Money Transfer-এর ক্ষেত্রে শুল্ক দিতে হবে এমনই সম্ভাবনা ৷