খেলা বিভাগে ফিরে যান

‘একদিন আকাশেও ফুটবল খেলব আমরা’, মারাদোনার মৃত্যুতে শোকপ্রকাশ পেলের

November 26, 2020 | < 1 min read

৬০ বছর বয়সে প্রয়াত হলেন ফুটবল রাজপুত্র মারাদোনা। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ফুটবলবিশ্ব। একের পর এক শোকবার্তা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কিংবদন্তী ফুটবলারকে শ্রদ্ধা জানাচ্ছে গোটা বিশ্বই। এবার বিশ্বকাপজয়ী মারাদোনার প্রয়াণে শোকবার্তা আরও এক বিশ্বকাপজয়ী পেলের। সোশ্যাল মিডিয়ায় মারাদোনার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন কিংবদন্তী ফুটবলার।

‘মর্মান্তিক খবর। দারুণ এক বন্ধুকে আজ হারালাম আমি। বিশ্ব হারাল এক কিংবদন্তীকে। আরও অনেক কিছুই বলার রয়েছে, তবে এখনকার মতো শুধু বলতে চাই, ঈশ্বর ওর পরিবারকে শক্তি দিক। একদিন আকাশেও ফুটবল খেলব আমরা।’ লিখেছেন পেলে (Pele)।

মারাদোনা ও পেলের মধ্যে কে শ্রেষ্ঠ- এই তর্ক ফুটবল দুনিয়ায় চিরকালের। প্রসঙ্গত, পেলের ৮০ বছরের জন্মদিনে মারাদোনার বার্তা ছিল, ‘সর্বজনীন শ্রদ্ধা রাজাকে।’ আর মারাদোনা যখন ৬০-এ পা রাখলেন, জন্মদিনের শুভেচ্ছা বার্তায় পেলে লিখলেন, ‘আমার দারুণ বন্ধু। তোমার যাত্রা দীর্ঘ হোক। আমি পাশে থাকব। তোমার মুখের অম্লান হাসি দেখে যেন আমিও হাসতে পারি।’

২০০০ সালে বিংশ শতাব্দীর সেরা দুই ফুটবল ব্যক্তিত্ব হিসেবে যুগ্মভাবে পেলে ও মারাদোনাকে (Diego Maradona) বেছে নিয়েছিল FIFA।

TwitterFacebookWhatsAppEmailShare

#Diego Maradona, #Pele

আরো দেখুন